পরিবেশ আইন ভাঙায় ৩৫ কোটি টাকা জরিমানা গুনছেন নেইমার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৩ অনলাইন ডেস্ক ; অনুমোদন ছাড়াই নদীর পানি নিয়েছেন নেইমার । যা নদীর গতিপথ পাল্টে দিয়েছে। এটি পরিবেশ সুরক্ষা আইন ভঙ্গ করে। ফলে, পিএসজির ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমারকে জরিমানা গুনতে হচ্ছে ৩৩ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি ৬৫ লাখ টাকার বেশি। খবর এএফপির। ব্রাজিলের মানগারাতিবা শহর পরিষদ সচিবালয়ের অভিযোগ, পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করেছে। মানগারাতিবা ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগরী রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উপকূলবর্তী শহর। পর্যটনের জন্য শহরটির বেশ সুনাম আছে। সেখানেই ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেছেন নেইমার। সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল। সোমবার স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে কৃত্রিম লেক ও সৈকত দেখতে পান, যা নিয়ম না মেনেই করা হয়েছে।মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় এক বিবৃতিতে বলেছে, ‘নেইমার অনুমোদন ছাড়া নদীর পানি দখলে নিয়েছেন, যা পানির গতিপথ পাল্টে দিয়েছে।’ কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করতে গিয়ে পরিবেশের আরও ক্ষতি করেছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ, ‘(এসব করার জন্য নেইমার) জমি অপসারণ ও গাছপালা কেটে ফেলেছেন।’ এর আগে নেইমারের বিরুদ্ধে নদীর পানি, পাথর ও সৈকতের বালু তোলার অভিযোগও এনেছিল স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে নেইমার সেখানে পার্টির আয়োজন করেছেন এবং লেকে গোসল করতে নেমেছেন। মানগারাতিবা শহর পরিষদ ও পরিবেশ নিয়ন্ত্রণ সংস্থা ছাড়াও স্থানীয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, রাজ্য পুলিশ ও পরিবেশ সুরক্ষা অফিস বিষয়টি অধিকতর তদন্ত করে দেখবে। শাস্তির বিরুদ্ধে আবেদন করতে নেইমার ২০ দিন সময় পাবেন। তবে এ ব্যাপারে নেইমারের মুখপাত্রের সঙ্গে সংবাদ সংস্থা এএফপি যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি। Share this:FacebookX Related posts: চোট পেয়েছেন মেসি চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল মাশরাফি কি এখনই ম্যাচ খেলতে পারবেন? যা বললেন বিসিবি ট্রেনার অবশেষে ন্যু ক্যাম্পে মুখোমুখি মেসি-রোনালদো মেলবোর্নে রূপকথার জয় তুলে নিল ভারত নিজের রেকর্ড নিজেই ভাঙলেন সাকিব শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে তুলে নিলেন মুস্তাফিজ ‘জার্মানির হয়ে আর খেলবে না মেসুত ওজিল’ আগের চেয়ে ভালো বোধ করছি : আকরাম খান শঙ্কা জয় করে এগিয়ে যাচ্ছে মিথিলা অভিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট ‘এবারের আর্জেন্টিনা গত বিশ্বকাপের চেয়ে শক্তিশালী’ SHARES Matched Content খেলাধুলা বিষয়: ৩৫ কোটি টাকাআইন ভাঙায়জরিমানা গুনছেননেইমারপরিবেশ