ভারতকে বড় লক্ষ্য ছুড়ে দিল অস্ট্রেলিয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ স্পোর্টস ডেস্ক :সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয়টিতে ভারতের সামনে চ্যালেঞ্জিং এক লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েড আর স্টিভেন স্মিথের ব্যাটে চড়ে ৫ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিকরা। অর্থাৎ এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে হলে ভারতের দরকার ১৯৫ রান। সিডনিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল অসিরা। বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন ওয়েড। ডি’আরচি শর্ট ৯ করে ফিরলেও উদ্বোধনী জুটিতে তাকে নিয়ে ঠিকই ২৭ বলে ৪৭ রানের ঝড়ো জুটি গড়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক। ৩২ বলে ১০ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৮ রান করে ওয়েড হন রানআউটের শিকার। এরপর স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ময়েসেস হেনড্রিকসরা রানের গতি বাড়িয়ে নিয়েছেন। স্মিথ ৩৮ বলে ৩ চার আর ২ ছক্কায় খেলেন ৪৬ রানের ইনিংস। ম্যাক্সওয়েল ১৩ বলে ২ ছক্কায় করেন ২২ রান। এছাড়া হেনড্রিকস ১৮ বলে ২৬ আর শেষদিকে মার্কাস স্টয়নিস আর ড্যানিয়েল স্যামসও অল্প সময়ে ঠিকই দলের প্রয়োজন মিটিয়েছেন। স্টয়নিস ৭ বলে অপরাজিত থাকেন ১৬ রানে। ৩ বলে ৮ করেন স্যামস। শেষ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রান যোগ করে অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন টি নটরাজ। ২০ রান খরচায় ২টি উইকেট নেন বাঁহাতি এই পেসার। একটি করে উইকেট পান শার্দুল ঠাকুর আর ইয়ুজব্ন্দ্রে চাহাল। Share this:FacebookX Related posts: ‘ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নই হবে আমার প্রথম লক্ষ্য’ বার্সা ছাড়ার অনেক বড় প্রস্তাবও পেয়েছি, কখনও যাইনি : মেসি বিপদ কাটিয়ে ভারতকে তিনশ পার করে দিলেন হার্দিক-জাদেজা ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ উইন্ডিজের সামনে ২৯৮ রানের বিশাল লক্ষ্য কোহলি ফিরতেই বড় হার ভারতের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা ২০২ দিন পর মাঠে নামা কোহলির প্রতিপক্ষ আজ কে? নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব সিডনি টেস্টের আগে স্বস্তির নিঃশ্বাস ভারতীয় শিবিরে মেসির গোল খরা কাটার দিনে জয় পেল বার্সেলোনা SHARES Matched Content খেলাধুলা বিষয়: অস্ট্রেলিয়াছুড়েদিলবড়ভারতকেলক্ষ্য’