চার উইকেটরক্ষকের মধ্যে দুজনকে বেছে নিলেন সৌরভ

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

স্পোর্টস ডেস্ক :মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকেই ভারতীয় দলে উইকেটরক্ষকের পদ নিয়ে ‘অঘোষিত লড়াই’ চলছে। কিন্তু এই জায়গাটিতে এখনও কেউ সেভাবে থিতু হতে পারেননি।

রিশাভ পান্তকে ধোনির বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল। কিন্তু অধারাবাহিকতার কারণে অনেক সুযোগ পেয়েও ধরে রাখতে পারেননি। দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে সাদা বলের ক্রিকেটে উইকেটরক্ষকের জায়গাটা নিয়ে ফেলেছেন লোকেশ রাহুল।

এদিকে ছোট ফরমেটে সঞ্জু স্যামসনের দুর্দান্ত ফর্ম তাকে ওয়ানডে আর টি-টোয়েন্টির জন্য আলাদা করে ভাবাচ্ছে। টেস্টে ঋদ্ধিমান সাহাকেই এখন পর্যন্ত ভারতের প্রথম পছন্দ মনে করা হয়। কিন্তু বাস্তবতা হলো, কারও জায়গাই নিশ্চিত নয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে তাই ঘুরেফিরে সেই পুরনো প্রশ্ন আসছে। এই চারজনের মধ্যে সীমিত ওভার আর টেস্টে কোন দুজন দায়িত্ব পালন করবেন? ভারতের সাবেক অধিনায়ক এবং বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন তার পছন্দের দুই উইকেটরক্ষকের নাম।

সৌরভের পছন্দের তালিকায় আছেন পান্ত। চাপে থাকা উইকেটরক্ষক এই ব্যাটসম্যান এবারের আইপিএলেও নিজের সেরাটা দেখাতে পারেননি। রান করেছেন ১১৫-এর নিচে স্ট্রাইকরেটে। তারপরও সৌরভ আস্থা রাখছেন এই তরুণের ওপর।

সংবাদ সংস্থা ‘পিটিআই’কে দেয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘সে (পান্ত) এবং ঋদ্ধিমান সাহা আমাদের দেশের সেরা দুজন উইকেটরক্ষক ব্যাটসম্যান।’

আইপিএলে পান্ত তেমন ভালো করতে না পারলেও ঠিকই ঘুরে দাঁড়াবে, বিশ্বাস সৌরভের। তিনি বলেন, ‘দুশ্চিন্তার কিছু নেই। তার ব্যাট ঘুরানো ফের দেখা যাবে। সে বয়সে তরুণ এবং আমাদের সবার তাকে গাইড করতে হবে। সে অবিশ্বাস্য এক প্রতিভা। রিশাভ ভালো করবে।’

যদিও অস্ট্রেলিয়া সফরে সাদা বলের দুই ফরমেটের একটিতেও নেই পান্ত। ঋদ্ধিমান সাহা টেস্টে প্রথম পছন্দ হলে বড় ফরমেটেও খেলা হবে না এই তরুণের। যদিও সৌরভ কারও জায়গাই নিশ্চিত দেখছেন না। তার কথা, ‘একজনই তো খেলতে পারবে, তাই যে ফর্মে থাকবে সেই খেলবে।’