প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন এমি মার্টিনেজ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৩ অনলাইন ডেস্ক ; সংক্ষিপ্ত সফরে মাত্র ১১ ঘণ্টার জন্য বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ। সোমবার ভোরে ঢাকায় পা রাখেন তিনি। সফরের অংশ হিসেবে বেলা দুইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন মেসির এই সতীর্থ। এসময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্টিনেজ।এর আগে সকালে ঢাকায় নেমেই মার্টিনেজ সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। সেখানে বিশ্রাম নিয়ে প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিতে দেখা যায় মার্টিনেজকে। সেই অনুষ্ঠানেই মার্টিনেজ পান তিনটি উপহার। মার্টিনেজের সঙ্গে আড্ডা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে উপহার সামগ্রী দেওয়ার কথা জানালেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক। পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। এছাড়া পাটের তৌরি নৌকা ও বঙ্গবন্ধুর বই তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।’ বাজপাখি নামটিও তার খুব পছন্দ হয়েছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ বিষয়ে তিনি বলেন, ‘মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’ বাংলাদেশে ভক্তরা মার্টিনেজকে ‘বাজপাখি’ নামে ডেকে থাকেন। এটা তাকে জানানোর পর থেকেই মুখস্ত করার চেষ্টা করেন। মার্টিনেজকে যারা নিয়ে এসেছেন সেই ফান্ডেড নেক্সট প্রতিষ্ঠানের গালিব নিজের ফেসবুকে এক পোষ্টে লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে ‘বাজপাখি’ নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত।’ এদিকে মার্টিনেজের সঙ্গে দেখা করে তার আন্তরিকতায় মুগ্ধ মাশরাফি। টাইগার সাবেক এই অধিনায়ক মার্টিনেজের সঙ্গে প্রায় আধঘণ্টা সময় কাটিয়েছেন। এ সময় তার ছেলে ও মেয়েকে অটোগ্রাফ ও তাদের সঙ্গে ছবি তোলেন মার্টিনেজ। তবে মার্টিনেজের সঙ্গে কি আলোচনা হলো এ বিষয়ে গণমাধ্যমকে কিছু বলেননি মাশরাফি। Share this:FacebookX Related posts: খেলাধূলার মাধ্যমে যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিওএ’র সভাপতির সাক্ষাৎ যুব ক্রিকেট দলকে গণসংবর্ধনা দেবে সরকার বুধবার দেশে ফিরবে বিশ্বজয়ী বাংলাদেশ দল প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে স্বাস্থ্যের নতুন ডিজি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ভ্যাকসিনের বিষয়ে সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠক চলছে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন নারী ফুটবলারদের লাগেজ চুরির প্রমাণ পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ নারী ফুটবলারদের হাতে প্রথম পুরস্কার তুলে দিল আম্বার গ্রুপ খেলাধুলা মানুষরে মাঝে সৌহার্দ সৃষ্টি করে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী SHARES Matched Content খেলাধুলা বিষয়: এমি মার্টিনেজপ্রধানমন্ত্রীর সঙ্গেসাক্ষাৎ করলেন