মেসি এভাবে খেললে আমার কোনো অভিযোগ নেই : বার্সা কোচ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০ স্পোর্টস ডেস্ক :মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন আসরে উড়ন্ত সূচনা করেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। হাঙ্গেরির ক্লাব ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এ ম্যাচে একটি করে গোল-এসিস্টের পাশাপাশি দুর্দান্ত খেলেছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। তিন ম্যাচ পর গোলের দেখা পাওয়া মেসির এমন পারফরম্যান্সে বেজায় খুশি বার্সেলোনার কোচ রোনাল্ড কোম্যান। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন খেলতে থাকলে মেসির প্রতি তার আর কোনো অভিযোগ থাকবে না এবং দলও অনেক উপকৃত হবে। ফেরেন্সভারোসের বিপক্ষে ম্যাচের আগে স্প্যানিশ লা লিগায় টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিলেন মেসি। যে কারণে মঙ্গলবারের ম্যাচের আগে মেসির ওপর নিজের হতাশার কথা আকারে ইঙ্গিতে বুঝিয়েছিলেন বার্সা কোচ। তবে এক ম্যাচ পরই তার মন ভরিয়ে দিয়েছিলেন বার্সা অধিনায়ক মেসি। তাই তো ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ। ফেরেন্সভারোসকে ৫-১ গোলে উড়িয়ে দেয়ার পর কোম্যান বলেন, ‘সে (মেসি) যদি আজকের মতো করে খেলতে থাকে, তাহলে আমার তার প্রতি কোনো অভিযোগ থাকবে না।’ তিনি আরও যোগ করেন, ‘সে কঠোর পরিশ্রম করেছে। গোলটা হয়তো পেনাল্টি থেকে করেছে কিন্তু আমিও আমার খেলোয়াড়ি জীবনে পেনাল্টি থেকে অনেক গোল করেছি। সে যদি গোল নাও পায় কিন্তু ম্যাচে ২-৩টি এসিস্ট করে তাতেও হবে। আমরা এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না।’ ‘একজন কোচের জন্য সবচেয়ে ভালো বিষয় হলো তার আক্রমণভাগের খেলোয়াড়রা দারুণ খেলছে। আমি মনে করি, আমরা দেখেছি যে আমাদের ফরোয়ার্ড লাইনের খেলোয়াড়রা ভালো করছে। দুর্দান্ত মেসির জোড়া এসিস্টের পর আমরা অনেক খুশি। মেসিকে আমরা বিভিন্ন পজিশনেই খেলাতে পারি। কেননা আক্রমণভাগে অসাধারণ খেলোয়াড় রয়েছে আমাদের।’ Share this:FacebookX Related posts: বার্সা ছাড়ার অনেক বড় প্রস্তাবও পেয়েছি, কখনও যাইনি : মেসি প্রথমবারের মতো বর্ষসেরার তিনে নেই মেসি-রোনলদো আমিও চেয়েছিলাম বার্সা ছেড়ে চলে যাক মেসি : সাকিব মেসিকে নিয়ে দি মারিয়ার মন্তব্যে ক্ষুব্ধ বার্সা কোচ কোটি টাকার মালিক সাঈদের নেই কোনো বাড়ি-গাড়ি বার্সায় নতুন অধ্যায়ের সূচনা করলেন মেসি সাবেকদের বিরুদ্ধে পাকিস্তানি পেসারের গুরুতর অভিযোগ আইপিএলের বিরুদ্ধে চুরির অভিযোগ স্টোকসের আশা কি ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস, কোচ বললেন এখন আর গোল নিয়ে ভাবি না : মেসি মেসিকে ভোট দিলেন রোনালদো, কিন্তু মেসি দিলেন না টিকা নিলেন মুহিত, বললেন কোনো অনুভূতি নেই SHARES Matched Content খেলাধুলা বিষয়: অভিযোগআমারএভাবেকোচকোনোখেললেনেই:বার্সামেসি