যমজ দুই ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের যমজ দুই ভাইয়ের সঙ্গে বরিশালের যমজ দুই বোনের বিবাহ সম্পন্ন হয়েছে। সোমবার রাত ১১টায় নগরীর নাজির মহল্লা এলাকায় এই বিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত ৯টায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় রাত ১১টায়। অনুষ্ঠানে ভিড় জমায় বরিশালের বিভিন্ন এলাকার মানুষ। জানা গেছে, পিরোজপুরের স্বরূপকাঠি থানা এলাকার ইন্দেরহাটের স্বর্ণের পৃথক দোকানী এবং স্বর্ণকার ও স্বর্গীয় নিখিল লাল কর্মকারের ছেলে সজল কর্মকার এবং কাজল কর্মকার। এরা দু’জনই যমজ। এদের মধ্যে সজল বড় ও কাজল ছোট। অপরদিকে, বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও নগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের দুই মেয়ে সোনালী কর্মকার সোনা ও রূপালী কর্মকার রূপা। এরা দু’জনই যমজ। এর মধ্যে আবার সোনালী বড় রূপালী ছোট। মাস কয়েক আগে সম্বন্ধ দেখাদেখির মাধ্যমে পাকাপাকি হয় সোনা-রূপা আর সজল-কাজলের বিয়ে। আর সোমবার রাতে ছিল বিয়ের দিনক্ষণ। যা সুষ্ঠু ভাবে এবং নানা আনুষ্ঠানিকতার মাধ্যমেই শেষ হয়েছে। যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে এমন খবর শুনে নগরীর ভাটিখানা থেকে বিয়ে অনুষ্ঠান দেখতে যাওয়া রতন ঢালী জানান, দাওয়াত নেই তবুও উৎসুক হয়ে এসেছি বিয়েটি দেখতে। ভালোই লাগছে। আলাদা ভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তাও একই অনুষ্ঠানের মাধ্যমে। রাজীব কর্মকার নামে মেয়ে পক্ষের এক স্বজন জানান, যমজের সঙ্গে যমজের বিয়ে বিষয়টা খুবই আনকমন। তাই এই আনকমন বিয়েতে অংশগ্রহণ করতে আত্মীয় হিসেবে আমিও ছুটে এসেছি। Share this:FacebookX Related posts: ঝালকাঠিতে ইউএনও’র হস্তক্ষেপে দুইটি বাল্যবিয়ে পন্ড কলাপাড়ায় খাল ভরাট করায় একজনের দুই মাসের কারাদণ্ড লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেফতার মির্জাগঞ্জে ঘর ভাংচুর, তরুণীকে পিটিয়ে জখম মেয়েকে বেঁধে রেখে মাকে গণধর্ষণ, প্রধান আসামি আটক ভোলায় ইলিশা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শ্রমজীবী মানুষের ভিড় গৌরনদীতে নারীর প্রতি সহিংসতা রোধে প্রচারাভিযান মির্জাগঞ্জে ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়েছে দুবৃর্ত্তরা ভোলায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট ‘ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে রাজনীতির কিছু নেই’ কর্মসংস্থানের অভাব, শীতে জুবুথুবু চরাঞ্চলের মানুষ SHARES Matched Content দেশের খবর বিষয়: যমজ দুই বোনের বিয়েযমজ দুই ভাইয়ের সঙ্গে