নোয়াখালী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১ সময় সংবাদ ডেস্কঃনোয়াখালী জেলা শহর মাইজদীতে একই সময় আওযামী লীগের দুই পক্ষের সভা আহ্বানের প্রেক্ষিতে সকল প্রকার গণ জমায়েত, সভা-সমাবেশ, মিছিল-শোভাযাত্রা নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান স্বাক্ষরিত ১৪৪ ধারা জারির আদেশে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালী পৌরসভা এলাকার সর্বত্র এ আদেশ কার্যকর থাকবে। সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে সরকারি প্রচার মাইকে বিষয়টি জানান দেওয়া হয়। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে জেলা শহরের কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে বিজয় মঞ্চে মঙ্গরবার সকালে নোয়াখালী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খাঁন সোহেল এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহব উদ্দিন শাহিনের অনুসারীরা ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যে প্রতিবাদে সমাবেশ আহ্বান করে। একই স্থানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অনুসারীরাও সমাবেশ আহ্বান করে। এক পর্যায়ে সোহেল ও শাহিনের অনুসারীরা তাদের কর্মসূচি হাউজিং বালুর মাঠে স্থানান্তর করে। এনিয়ে সোমবার বিকেল থেকে এমপি এবং সোহেল-শাহিনের অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর পরিপ্রেক্ষিতে সাধারণ জনগনের জীবনযাত্রা ঝুঁকির সম্মুখীন হওয়ার আংকায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ একরামুল করিম চৌধুরী ফেসবুক লাইভে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের লোক বলে মন্তব্য করেন। কিছুক্ষণের মধ্যে তিনি ভিডিওটি সরিয়ে নিলেও মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন জানান, ১৪৪ ধারা জারির পর শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগণের জান মালের নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় আউন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সর্তক অবস্থার রয়েছে। এখনো পর্যন্ত সব ঠিকঠাক রয়েছে। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে সামাজিক সচেতনতা বাড়াতে থেমে নেই যুব সমাজ বঙ্গবন্ধু সেতু এলাকায় দীর্ঘ যানজট ভালুকায় এগ্রো ফার্মে আগুন: পনের লাখ টাকার ক্ষতি গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ৬ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান গৌরীপুরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে ডাঃ একেএম এ মুকতাদির গাইবান্ধায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়ের উদ্বোধন ভোলায় ইলিশা ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শ্রমজীবী মানুষের ভিড় পুলিশের নিকট থেকে আসামি ছিনতাই, মামলা দায়ের গৌরীপুরে অগিদগ্ধ বিদ্যুত কর্মী’র মৃত্যু,পরিবারকে ক্ষতি পূরণ দেয়ার দাবী গৌরীপুরে উপজেলা চেয়ারম্যানের ক্রীড়া সামগ্রী বিতরণ ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: ১৪৪ ধারাএলাকায়জারিনোয়াখালী পৌর