আত্রাইয়ে সামাজিক সচেতনতা বাড়াতে থেমে নেই যুব সমাজ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজারে, রাস্তা সব বন্ধ করে চলমান লক ডাউন ও সামাজিক দুরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছে এক ঝাঁক এলাকার যুব সমাজ। যুব সমাজের দাবি সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার যখন বদ্ধপরিকর, আমাদের গ্রাম ও আমাদের এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে চারদিকে বিরাজ করছে করোনা ভাইরাস আতঙ্ক। এই পরিস্থিতির মধ্যেও গ্রামের একদল যুব সমাজ মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে। এমন কি এলাকার যুব সমাজের উদ্যেগে বাড়তি সর্তকতা হিসাবে গ্রামে ও বাজারের প্রবেশ পথে দঁড়ির প্রতিবন্ধকতা দিয়ে সেখানে নোটিশ ঠাঙ্গিয়ে দিয়েছৈন। এ ব্যাপারে যুব উদ্যক্তা সামিউন আলিম টগর বলেন, আমরা এ করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকছে বলছি। কারণ অজ্ঞাত-অচিহ্নিত ও অদৃশ্য শক্তি করোনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। কারণ এই করোনা ভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মৃত্যুপুরিতে পরিণত হবে। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিয়ে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি। এই সংকট চলাকালীন সময়ে আপনাদের অভাবের কথা ঘরে ঘরে গিয়ে শোনা হবে এবং প্রয়োজনীয় খাবার সামগ্রীসহ অন্যান্য উপকরন পৌছে দিয়ে আসা হবে। আপনারা আমাদের হট লাইন নাম্বারে যোগাযোগ করুন। আমিসহ আমার লোকেরা তা পৌচ্ছে দিবো। এ ব্যাপারে যুব উদ্যক্তা হেলাল খাঁন শাপলা বলেন, আমাদের একাজে সরকারি সহযোগিতা কিংবা ধনবান ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ালে এ কার্যক্রম আমরা আরো পরিসরে চালিয়ে যাবে। যতদিন এই সংকট শিথিল না হচ্ছে ততদিন আমি ও আমরা ফেরি করে আপনাদের ঘরে ঘরে গিয়ে প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌছে দিয়ে আসবো শুধুমাত্র দয়া করে আপনারা কেউ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না এবং কোন মোড়ে কিংবা বাজারে অযথা জটলা পাকাবেন না। তাই আসুন এই মরণঘাতক ভাইরাসের হাত থেকে আমি নিজে বাঁচি অন্যকেও বাঁচতে সহায়তা ও সতর্ক করি। গ্রামবাসীর নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে হট লাইনের মাধ্যমে তাৎক্ষণিক খাদ্য সহায়তার হট লাইন নাম্বার গুলো হলো, ০১৭১১-১০৯১১১, ০১৭৭৯২৩২৪৫০. Share this:FacebookX Related posts: আত্রাইয়ে ননদের নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা আত্রাইয়ে লটারীর মাধ্যমে ইউনিয়ন রক্ষনাবেক্ষণ মহিলা কর্মী নিয়োগ আত্রাইয়ে কৃষকলীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যু নিয়ে ধুম্রজাল আত্রাইয়ে ঝুঁকি নিয়েই স্বাস্থ্যসেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসাকর্মীরা আত্রাইয়ে প্রশাসনের তদারকিতে টিসিবি পণ্য বিক্রয় আত্রাইয়ে কর্মহীনদের পাশে ‘মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র’ আত্রাইয়ে টিসিবি পণ্যে স্বস্তি ফিরেছে নিন্মআয়ের খেটে খাওয়া মানুষের আত্রাইয়ে সামাজিক দূরুত্ব বাস্তবায়নে মাঠে ওসি মোসলেম উদ্দিন আত্রাইয়ে স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিদর্শকসহ ৩জন করোনায় আক্রান্ত আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা আত্রাইয়ে পৃথক অভিযানে মাদক মামলার আসামীসহ ৯জন আটক আত্রাইয়ে আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজ হুমকির সম্মুখিন SHARES Matched Content দেশের খবর বিষয়: আত্রাইয়েএলাকায়থেমে নেইযুব সমাজসামাজিক সচেতনতা বাড়াতে