চসিক নির্বাচন: মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

সময় সংবাদ ডেস্কঃচট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা।

ইসি সূত্রে জানা যায়, আগামী ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৭৩৫টি। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।

উল্লেখ্য, মহামারি করোনার কারণে ৯ মাস পর গেল ৮ জানুয়ারি শুরু হয় চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা। এবার সাত মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে লড়ছেন, তিনশোর বেশি প্রার্থী।