সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি জেমস, সম্পাদক রিপন

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিনিয়ার আকতার উজ্জামান জেমসকে সভাপতি ও রাশেদুল ইসলামকে সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের নওগাঁর রাণীনগর উপজেলা ইউনিট শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সংগঠনের জেলা শাখার সভাপতি সালমান ফারসি রাজ ও সম্পাদক আরিফ হোসেন স্বাক্ষরিত এই পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য কাজ করবে।

“মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এমন প্রতিপাদ্যে কাজ করে আসছে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন নামক স্বেচ্ছসেবী সামাজিক সংগঠন।

সংগঠনের সম্পাদক আরিফ হোসেন বলেন, পর্যায়ক্রমে জেলার ১১টি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। ফলে সংগঠনের কার্মকাণ্ডগুলো আরও বেগবান হবে।