গজারিয়ায় শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচনা সভা, র‌্যালি শেষে দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।রোববার সন্ধ্যায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অবস্থিত নাগরিক পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব লিংকন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রহমান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. নাসির উদ্দীন মিয়াজী প্রমূখ।

উপজেলা নাগরিক পরিষদের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি হান্নান আহমেদ খান বাবলু।