এসপি আনোয়ার হোসেন রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ বাহিনীর উজ্জ্বল নক্ষত্র রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার পদকে ভূষিত হলেন দিনাজপুরের মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।

সুপার হিরোর গল্প বইপত্রে কিংবা টিভি নাটকে আমরা দেখে থাকি। কিন্তু কিছু কিছু মানুষ আমাদের মাঝেই সুপার হিরো হিসেবে অবস্থান নিয়ে আছেন। সুপার হিরোরা নিজেদের ঘুম হারাম করে, নিজেদের পরিবার পরিজনকে দূরে রেখে আমাদেরকে যেকোন বিপদ আপদ থেকে রক্ষা করার ভূমিকা পালন করে যাচ্ছেন প্রতিনিয়ত।

করোনা পরিস্থিতিতেও এই সুপার হিরোদের কর্মকান্ডে জনগণ খুশি হয়েছেন। জনগণের কাঙ্খিত সেবা প্রদানে পুলিশকে সুপার হিরো বানিয়েছেন অনেকেই। পুলিশের প্রতি অনেকের আস্থা বেড়েছে বহুগুণে। বিশেষ করে করোনা যুদ্ধ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন পুলিশ প্রশাসন।

পুলিশের বিভিন্ন অগ্রগতিমূলক কাজে বিভাগীয় পর্যায়ে উৎসাহ প্রদানের জন্য ভালো কাজের জন্য স্বীকৃতি দেওয়া হয়। রংপুর বিভাগের মধ্যে কয়েকবারের মত এবারও শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)।

গতকাল সকাল ১১ টায় রংপুর রেঞ্জের পুলিশ সম্মেলনকক্ষে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা দেন। তিনি এ সময় ডিসেম্বর মাসের অপরাধ বিষয়ে রংপুর রেঞ্জের পুলিশের সকল ইউনিটের সাথে আইন-শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন ও বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং বিভিন্ন কাজের মূল্যায়নে গত ডিসেম্বর মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক কার্যক্রম বিবেচনায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কৃত করেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন দিনাজপুর জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পাওয়ার পরপরই তিনি পুলিশের ভাবমূর্তি অনেকাংশে উন্নিত করেছেন। জেলার ১৩টি থানায় প্রতি মাসে অপরাধ সভা, মাদক উদ্ধার, জটিল মামলার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ অপরাধীদের গ্রেপ্তার, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য, নিষ্ঠা ও সর্বপরি তিনি একজন সৎ ও মানবিক পুলিশ সুপার হিসেবে দিনাজপুরে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন।

দিনাজপুরের সাধারণ মানুষের কাছে তিনি একজন সত্যিকারের সুপার হিরো হিসেবে পরিচিতি লাভ করেছেন। এরকম সৎ, নিষ্ঠাবান ও নির্ভীক পুলিশ কর্মকর্তারা এই সমাজে, রাষ্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এমন কর্মকর্তা মানুষের জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

এছাড়াও সম্মেলন কক্ষে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

পুলিশ সম্মেলনকক্ষে ভিডিও কনফারেন্সে জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম, (বার) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।