২৫ জনকে দিয়ে শুরু হবে করোনার টিকাদান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১ সময় সংবাদ ডেস্কঃ আগামী ২৭ অথবা ২৮ জানুয়ারি ২৫ জনকে করোনা টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। আর এই ২৫ জন হবেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এসব তথ্য জানিয়েছেন। স্বাস্থ্য সচিব জানান, এরপর ৪০০-৫০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করার পর ৮ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হতে পারে। কুর্মিটোলা, কুয়েত মৈত্রী, মুগদা ঢাকা মেডিক্যালের স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলক টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। এসময় স্বাস্থ্য সচিব বলেন, সরকারি হাসপাতালের বাইরে কোনো টিকা কেন্দ্র থাকবে না। সার্বিক কার্যক্রম সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। প্রথম মাসে ৬০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। দ্বিতীয় মাসে ৫০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে যারা টিকার প্রথম ডোজ নেবেন তারা এক মাস পর দ্বিতীয় ডোজ পাবেন। ভারত থেকে উপহার হিসেবে পাওয়া ২০ লাখ ডোজ টিকা আগামীকাল দুপুর ১ টা ৩০ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দেশে আসবে। স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত হয়ে এটা গ্রহণ করবেন বলেও জানান স্বাস্থ্য সচিব। Share this:FacebookX Related posts: করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন বুধবার করোনার চিকিৎসায় বিনামূল্যে ‘অ্যাভিগান’ দেবে জাপান করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করোনার ভ্যাকসিন তৈরি করবে ভারতও করোনার নতুন ৩টি লক্ষণ চিহ্নিত করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই : স্বাস্থ্যমন্ত্রী নার্স রুনুকে দিয়ে দেশে টিকাদান কর্মসূচির উদ্বোধন গৌরীপুরে করোনার টিকাদান কর্মসূচীর উদ্বোধন করোনার ওষুধ: তৈরি হচ্ছে দেশেই, রোববার থেকে বিনামূল্যে সরবরাহ আইসিইউতে ভালো ফল পাওয়া যায়নি, ৯ রোগীর ৮ জনেরই মৃত্যু মেডিকেল টেকনোলজিস্টদের অনশন অব্যাহত ফাইজারের ভ্যাকসিন নিয়ে আইসিইউতে চিকিৎসক SHARES Matched Content সকল খবর বিষয়: ২৫ জনকে দিয়েকরোনারটিকাদানশুরু হবে