কেন্দুয়ায় পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়ী নৌকা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে হাজার ৯ হাজার ১শত ৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইয়া। শনিবার রাতে মোট ৯টি কেন্দ্রের বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ঢালী। এসময় তিনি বলেন, মোট ১১হাজার ৪ শত ৫১ ভোট কষ্ট হয়েছে। এর মধ্যে বাতিল হয়েছে ১৯ভোট। আসাদুল হক ভূইয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) শফিকুল ইসলাম শফিক পেয়েছেন ২ হাজার ২শত ৫৬ ভোট। এর আগে সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে শুরু হয় ইভিএম এ ভোট গ্রহন। পৌরসভায় ১৬ হাজার ২৫৬ জন ভোটার ভোট প্রদান করবেন। এছাড়া ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জনের মধ্যে ৯জন নির্বাচিত হয়েছেন। ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জনের মধ্যে ৩ জন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য ৯টি কেন্দ্রে ৯ জন নির্বাহী হাকিম, ১ জন বিচারিক হাকিমসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন। এছাড়াও ৯ জন প্রিজাইডিং, ৪২ জন সহকারি প্রিজাইডিং ও ৮৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। Share this:FacebookX Related posts: পুঠিয়া পৌর নির্বাচনে ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪টি দাগনভূঁঞা পৌর নির্বাচনে ফারুকের হ্যাটট্রিক জয় রামগতি পৌর নির্বাচনে নৌকার পক্ষে কেন্দ্রীয় নেতাদের পথসভা নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল হালুয়াঘাট সদর ইউপি নির্বাচনে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশী সালেহ্ আহাম্মদ পৌরসভায় মেয়র পদে প্রার্থী দুই নৈশপ্রহরী মন্ত্রীর জামাতাকে হারিয়ে দিলেন বিএনপি প্রার্থী সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে-কবিতা খানম ময়মনসিংহের ত্রিশালে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে বর্ধিত সভা শেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ত্রিমুখী লড়াই ঈশ্বরগঞ্জে নৌকা প্রতীককে বিজয়ী করতে যুবলীগের নির্বাচনী পথ সভা SHARES Matched Content দেশের খবর বিষয়: কেন্দুয়ায়পৌর নির্বাচনেবিপুল ভোটে জয়ী নৌকা