কেন্দুয়ায় পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়ী নৌকা

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভা নির্বাচনে হাজার ৯ হাজার ১শত ৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূইয়া।

শনিবার রাতে মোট ৯টি কেন্দ্রের বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ঢালী। এসময় তিনি বলেন, মোট ১১হাজার ৪ শত ৫১ ভোট কষ্ট হয়েছে। এর মধ্যে বাতিল হয়েছে ১৯ভোট।

আসাদুল হক ভূইয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) শফিকুল ইসলাম শফিক পেয়েছেন ২ হাজার ২শত ৫৬ ভোট।

এর আগে সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে শুরু হয় ইভিএম এ ভোট গ্রহন। পৌরসভায় ১৬ হাজার ২৫৬ জন ভোটার ভোট প্রদান করবেন। এছাড়া ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জনের মধ্যে ৯জন নির্বাচিত হয়েছেন। ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জনের মধ্যে ৩ জন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

ইভিএম পদ্ধতিতে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য ৯টি কেন্দ্রে ৯ জন নির্বাহী হাকিম, ১ জন বিচারিক হাকিমসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি সদস্যরা মাঠে রয়েছেন। এছাড়াও ৯ জন প্রিজাইডিং, ৪২ জন সহকারি প্রিজাইডিং ও ৮৪ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।