পুঠিয়া পৌর নির্বাচনে ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪টি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : রাজশাহীর পুঠিয়া পৌর নির্বাচনে প্রচার প্রচারণা শেষ হচ্ছে শনিবার মধ্য রাত থেকে। ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠু করতে পুঠিয়া উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এবারের পৌর নির্বাচনে পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলো হলো, লস্করপুর ডিগ্রী মহাবিদ্যানিকেতন (পুঠিয়া কলেজ) কেন্দ্র, গন্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ঝলমলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এসব কেন্দ্রে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবে বলে পুঠিয়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, এবারের পুঠিয়া পৌরসভার নির্বাচনে ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, র্যাব, আনছার ভিডিপির সদস্য ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে। ৯টি কেন্দ্রে সার্বক্ষণিক থাকবেন ৯ জন ম্যাজিস্টেট। এছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্টেট থাকবেন। তিনি ভোট কেন্দ্রে গোলযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। তিনি আরও জানান, আগামী সোমবার (২৮ ডিসেম্বর) ইভিএম মেশিনের মাধ্যমে বিরতিহীন ভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খালেদ হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত গোয়েন্দা নজরদারি থাকবে। পাশাপশি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় ৩টি মোবাইল টিম, একটি স্টাইকিং ফোর্স এবং স্ট্যান্ডবাই ফোর্স হিসেবে পুঠিয়া থানায় পুলিশ রিজার্ভ থাকবে। পুঠিয়া পৌরসভায় মেয়র পদে আ’লীগের নৌকা প্রতীক নিয়ে রবিউল ইসলাম রবি, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আল মামুন ও স্বতন্ত প্রার্থী হিসেবে নারিকেল গাছ নিয়ে গোলাম আজম নয়ন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এছাড়াও, কাউন্সিলর পদে ৩৬ জন ও মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের পৌর নির্বাচনে ৯টি কেন্দ্রে ৪৮টি কক্ষে ১৬ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শফি আনসারী বিজয়ী মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন হেলাল এর বিশাল মোটরবাইক শোভা যাত্রা নওগাঁ-৬ উপ-নির্বাচনে আলোচনায় যারা পাবনা-৪ আসনের উপনির্বাচন তিনজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল নওগাঁ-৬ আসনে উপ-নির্বাচন শেষ মুহুর্তে জমে উঠেছে উপনির্বাচনের প্রচার-প্রচারনা রাজশাহীতে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা শপথ নিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব বিশ্বাস দাগনভূঁঞা পৌর নির্বাচনে ফারুকের হ্যাটট্রিক জয় সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে-কবিতা খানম নওগাঁ পৌরসভা নির্বাচন: আ’লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীর লড়াই হবে ত্রিমুখী SHARES Matched Content দেশের খবর বিষয়: ৯টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪টিপুঠিয়াপৌর নির্বাচনে