দাগনভূঁঞা পৌর নির্বাচনে ফারুকের হ্যাটট্রিক জয়

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : টানা তৃতীয়বার ফেনীর দাগনভূঁঞা পৌরসভা মেয়র নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করেছেন আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রাথী ওমর ফারুক খান। এ পৌরসভার ইতিহাসে এটিই প্রথম।
নির্বাচনে ৮ হাজার ২৪০ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী ওমর ফারুক খান বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে কাজী সাইফুর রহমান পেয়েছেন ৯২৭ ভোট। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারী এ ফলাফল ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ২২০জন এবং নারী ভোটার ১২ হাজার ৫৪৫ জন।