দ্বিতীয় দিন শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১ ক্রীড়া ডেস্কঃ সিডনিতে বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই উইকেটে ৯৬ রান করে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ২৪২ রানে পিছিয়ে আছে রাহানের দল, হাতে আছে ৮ উইকেট। চেতশ্বর পুজারা ৯ ও অজিঙ্কা রাহানে ৫ রানে ব্যাট করছেন। ওপেনার রোহিত শর্মা ২৬ ও শুভমান গিল ৫০ রান করে সাজঘরে ফিরেছেন। অস্ট্রেলিয়ার পক্ষে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স একটি করে উইকেট নিয়েছেন। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়। অজি তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ১৩১ ও মার্নাস লাবুশানে ৯১ রানের ইনিংস খেলেছেন। ২২৬ বলে ১৩১ রান করার পথে স্মিথ বাউন্ডারি মেরেছেন ১৬টি। টেস্টে এটি তার ২৭তম শতক। অভিষেকে আলো ছড়িয়েন উইল পুকোভস্কি। ৬২ রান আসে পুকোভস্কির ব্যাট থেকে। চার ম্যাচের বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১ সমতায় আছে। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৮ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে একই ব্যবধানে জয়লাভ করে ভারত। সূত্র: ক্রিকবাজ Related posts: ১৭৭ রানেই ভারতকে বেঁধে ফেললো বাংলাদেশ বড় ব্যবধানেই নিউজিল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ কুমিল্লাকে দারুণ জয় এনে দিল সৌম্য সরকার বিদায়বেলায় জয়ের হাসি রংপুরের শিরোপা জিততে কাল বিপিএল ফাইনালে মুখোমুখি খুলনা ও রাজশাহী আশা বাঁচিয়ে রাখলো রংপুর ঢাকাকে বিদায় করে দিল চট্টগ্রাম ঘুরে দাঁড়িয়েও হার বাঁচাতে পারল না পাকিস্তান ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তামিমের দুই সুপার ওভারের নজিরবিহীন এক ম্যাচে পাঞ্জাবের জয় বাংলাদেশ-জিম্বাবুয়ের অন্যরকম সেঞ্চুরি SHARES Matched Content খেলাধুলা বিষয়: ২৪২ রানেদ্বিতীয় দিন শেষেপিছিয়েভারত