ডিসেম্বরে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১ খেলাধুলাঃ চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু হবে। বৃহস্পতিবার বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। টুর্নামেন্ট প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারিতে স্থগিত হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের উদ্বোধনী আসরটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। এই বিশ্বকাপ ঘিরে আমাদের আগে থেকেই কিছু পরিকল্পনা ছিল। আমরা মেয়েদের বয়সভিত্তিক পর্যায়ে কিছু টুর্নামেন্ট আয়োজন করে আমাদের পাইপলাইনকে আরও বেশি সচল করব। এর অংশ হিসেবেই সারাদেশে, বিভাগীয় পর্যায়ে বাছাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তিনি বলেন, আমাদের গেম ডেভেলপমেন্ট বিভাগ এবং উইমেন্স উইংয়ের যৌথ সহযোগিতায় বিভিন্ন বিভাগ ও জেলাভিত্তিক অনূর্ধ্ব-১৯ দল প্রস্তুত করতে চাই। এখান থেকে আমাদের জাতীয় দলের খেলোয়াড় পাব। এই প্রক্রিয়ায় আমরা জেলা, বিভাগীয় এবং জাতীয় দলও পাচ্ছি।’ করোনাকালে বাছাই প্রক্রিয়ার ধরণ নিয়ে শফিউল আলম বলেন, স্বাস্থ্যবিধির প্রতি আমরা অবশ্যই গুরুত্ব দেব। ভিডিও ফুটেজ সংগ্রহ করছি। ৭ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত তা চলবে। সেখান থেকে বাছাই করে আমাদের পরবর্তী কাজ শুরু হবে। Share this:FacebookX Related posts: আগামী বছর বিশ্বকাপ আয়োজন করতে পারছে না বাংলাদেশ জাতীয় নারী থ্রো-বলে আনসারের হ্যাটট্রিক শিরোপা ১৬ মাস আগেই নারী বিশ্বকাপের সূচি ঘোষণা করলো আইসিসি নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা টাইগারদের ওয়ানডে দলে ব্যাপক রদবদল, দুই নতুন মুখ ২০২ দিন পর মাঠে নামা কোহলির প্রতিপক্ষ আজ কে? নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব ওয়াইড,দিয়েও ধোনির ভয়ে হাত নামিয়ে নিলেন আম্পায়ার! আমি জানতাম, মেসির সঙ্গেও এমন হবে : ম্যারাডোনা উইলিয়ামসন আমাদের ব্যাংকার : ওয়ার্নার যথারীতি সবার আগে অনুশীলনে মুশফিক SHARES Matched Content খেলাধুলা বিষয়: অনূর্ধ্ব-১৯ডিসেম্বরে শুরু হচ্ছেনারীবিশ্বকাপ