লজ্জার রেকর্ডের সঙ্গে দুঃসংবাদও পেলো ভারত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০ স্পোর্টস ডেস্ক :অ্যাডিলেড টেস্টের দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি দুঃসংবাদ ভারতীয় ক্রিকেট দলের জন্য। কব্জির ইনজুরিতে আক্রান্ত হয়ে সিরিজের বাকি তিন টেস্টের জন্য ছিটকে গেলেন ভারতীয় দলের অন্যতম সেরা পেসার মোহাম্মদ শামি। ভারতীয় বোর্ড সূত্র আজ এমনটাই জানিয়েছে মিডিয়াকে। প্রথম ইনিংসে ২৪৪ রান করার পরও ৫৩ রানের লিড ভারতের। দ্বিতীয় ইনিংসে অনায়াসে সেই লিডকে অনেকদুর এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বিরাট কোহলিদের। কিন্তু অসি বোলিংয়ের তোপের মুখে লজ্জায় অবনত হলো ভারতীয় আভিজাত্য। মাত্র ৩৬ রানে অলআউট হয়ে লজ্জার ইতিহাস জন্ম দিলো তারা। সেই লজ্জার ইনিংসেই হাতের কব্জিতে চোট পেয়েছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। শনিবার অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় কামিন্সের একটি বাউন্সারে হাতে গুরুতর চোট পান তিনি। এরপর আর ব্যাট করতে পারেনি। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। পরে বোলিংও করতে পারেননি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে বিরাট কোহলি জানান, শামি একেবারেই হাত তুলতে পারছেন না। তিনি বলেন, ‘শামির চোট সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। তবে তার চোটের জায়গা স্ক্যান করা হবে। যদিও সে হাতই তুলতে পারছেন না। স্ক্যানের পরই সন্ধ্যার দিকে শামির চোট কতটা গুরুতর জানা যাবে।’ এরপরই সংবাদসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় দলের এক কর্মকর্তা জানান, ‘শামির হাত ভেঙেছে। সে জন্যই ক্রিজে সে ব্যাট ধরতেই পারছিল না। আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হল। সিরিজির বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না তিনি।’ পরিবর্তিত খেলোয়াড় হিসেবে প্রস্তুতি ম্যাচে নজর কাড়া মোহাম্মদ সিরাজের বক্সিং ডে টেস্টে অভিষেক করতে পারে বলেও জানানো হয়েছে সেই সূত্র মারফত। অর্থাৎ, দুর্বল প্রতিপক্ষের মত অ্যাডিলেডে আত্মসমর্পণের পর দ্বিতীয় টেস্ট থেকে ব্যাটিং এবং বোলিং বিভাগের দুই সেরা অস্ত্র ছাড়া ভারতীয় দলের লড়াই যে আরও কঠিন হল, তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় ক্রিকেটের বিশেষজ্ঞরাও মনে করছেন, একে তো প্রথম টেস্টে এমন লজ্জার পরাজয়। তার ওপর পরের টেস্ট থেকে নেই বিরাটও। এর মধ্যেই আবার শামির চোট। যা কিনা টিম ইন্ডিয়ার জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলল। একই সুর অজি পেসার জস হ্যাজেলউডের কণ্ঠেও। সংবাদ সম্মেলনে এসে তিনিও স্বীকার করে নিলেন, ‘শামির চোট পাওয়া ভারতের জন্য বড় ধাক্কা হতে চলেছে।’ এখন দেখার বিষয়, তার পরিবর্তে বক্সিং ডে টেস্টে কোন পেসার প্রথম একাদশে সুযোগ পান। Share this:FacebookX Related posts: ধোনির প্রমোশনের আগে ভারত বুলেট ট্রেন পেয়ে যাবে : শেবাগ চার খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তি করল বার্সেলোনা ২০২২ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান, অংশ নেবে তো ভারত দ্বিতীয় দিন শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা বাংলাদেশ ও ভারতের ১৩ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান টানা অষ্টমবারের মতো বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন বার্সাকে ২৪ ঘণ্টাও শীর্ষে থাকতে দিল না রিয়াল মেসির দশ নম্বর জার্সি নিতে চান বার্সার নতুন ফরোয়ার্ড বার্সায় নতুন অধ্যায়ের সূচনা করলেন মেসি শ্রীলঙ্কা সিরিজে খেলবেন না দুই প্রোটিয়া ক্রিকেটার টেস্টে ফিরেই সাকিবের হাফ সেঞ্চুরি SHARES Matched Content খেলাধুলা বিষয়: দুঃসংবাদওপেলোভারতরেকর্ডেরলজ্জারসঙ্গে