জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে দেশের সুনাম অর্জন করতে হবে-সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, ময়মনসিংহের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে সারাদেশে ময়মনসিংহের সুনাম বৃদ্ধিসহ ঐতিহ্য তুলে ধরেছে। আজ যে ক্রিকেট লীগ শুরু হলো, তার মধ্য দিয়ে ভাল খেলোয়াড় সৃষ্টি হবে। যারা অতীতের ন্যায় ভবিষ্যতেও ময়মনসিংহের সুনাম বৃদ্ধি করবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্ন সুখি সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে মুজিববর্ষে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। শনিবার (২৫ জানুয়ারী) সকালে ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুলিশ সুপার কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৯-২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক মিজানুর রহমানে সভাপতিত্বে এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো: হারুন অর রশিদ বিপিএম, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রিকেট এসোসিয়েমনের সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, বিভাগীয় ক্রীড়া এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক শাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, ফরহাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো: হারুন অর রশিদ একটি সুন্দর সফল ক্রিকেট লীগ কামনা করে বলেন, বর্তমানে ফেইসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব সমাজ যে অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়েছে মাঠ ভরা থাকলে তা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। পুলিশ সুপার কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ সম্পর্কে পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, মুজিবর্ষে ক্রিকেটারদের পদচারণায় ময়মনসিংহ মুখরিত থাকবে। এ লক্ষ্যে দীর্ঘদিন ময়মনসিংহে বন্ধ থাকা ক্রিকেট লীগ আবারো চালু করতে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ তা বাস্তবায়ন হলো। মাঠ ভরা থাকলে মাদকসহ অন্যান্য অপরাধ থেকে যুব সমাজ মুক্ত থাকবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ময়মনসিংহে দীর্ঘদিন ধরে ক্রিকট লীগ বন্ধ ছিল। মুজিবর্ষকে সামনে রেখে বন্ধ থাকা ক্রিকেট লীগ চালু করায় সাবেক পুলিশ সুপার শাহ আবিদ হোসেন ও বর্তমান পুলিশ সুপার আহমার উজ্জামানদ্বয়কে স্পন্সর হওয়ায় অভিনন্দন জানান। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী এই ক্রিকেট লীগ উদ্বোধন করেন। ৫০ ওভারের এই ক্রিকেট লীগে ১৩টি দল অংশ নিবে। শনিবার উদ্বোধনী খেলায় আল হেলাল ও এরিস্ট্রো ফার্মা স্পোটিং এর দল প্রতিযোগীতা করেন। Share this:FacebookX Related posts: জাতীয় সঙ্গীত প্রতিযোগীতায় জেলার শ্রেষ্টদেরকে ধোবাউড়া প্রেসক্লাবের অভিনন্দন ঈশ্বরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হালুয়াঘাটে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ হালুয়াঘাটে মাদক-জঙ্গি-শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা ত্রিশালে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার সরিষাবাড়ীতে আ.লীগে দু’গ্রুপে সংঘর্ষ, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: পুলিশসহ আহত অর্ধশত সরিষাবাড়ী পৌরসভায় আ. লীগের জয় বড়ই শুকাতে ছাদে গিয়ে প্রাণ হারালেন গৃহবধূ ভালুকা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক বিপুল ভোটে বিজয়ী কেন্দুয়ায় অবৈধ ইটভাটা ভেঙ্গে দিলেন ম্যাজিষ্ট্রেট SHARES Matched Content খেলাধুলা বিষয়: আন্তর্জাতিকজাতীয়দেশের সুনাম অর্জনসমাজ কল্যাণ প্রতিমন্ত্রী