বার্সায় নতুন অধ্যায়ের সূচনা করলেন মেসি

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

অনলাইন ডেস্ক : বরফ গলে গেছে গত শুক্রবার। অন্তত আসছে মৌসুমটা ন্যু ক্যাম্পেই থাকছেন বলে কথা দিয়েছেন। এবার চিরচেনা সেই মাঠটাতে ফিরলেন লিওনেল মেসি। বার্সেলোনা ছাড়তে চাওয়ার অনড়ভাব পেছনে ফেলে আসা আর্জেন্টাইন মহাতারকা ফিরেছেন দলীয় অনুশীলনেও।

আগস্টের শেষ সপ্তাহে ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সার সঙ্গে চুক্তির একটি বিশেষ শর্ত ব্যবহার করে ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়ার যে বার্তা দিয়ে নাড়িয়ে দিয়েছিলেন ফুটবল বিশ্বের মনোযোগ, শুক্রবার সেটি থেকে সরে আসার কথা জানালেন মেসি। সোমবার ফিরলেন বার্সায় তার ‘নতুন অধ্যায়ের’ অনুশীলনে। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে যেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সপ্তাহখানেক আগেই।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, অনুশীলনে ফেরার একদিন আগে করোনাভাইরাস পরীক্ষায় অংশ নেন মেসি। সেটির ফল নেগেটিভ এসেছে। পরেরদিন অনুশীলনে যোগ দেয়ার অনুমতি পেয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ের প্রায় সোয়া ঘণ্টা আগেই দলীয় অনুশীলন গ্রাউন্ডে মেসির পোঁছে যাওয়ার কথা জানিয়েছে তাকে পাখির চোখ করতে থাকা গণমাধ্যম। পরে অনুশীলনে সতীর্থদের সঙ্গে ছিলেন হাসিমুখেই।

বার্সার সঙ্গে দশদিন চলেছে মেসির দলবদল পরিস্থিতির স্নায়ুচাপ। মেঘটা কেটে গেছে। মেসি ২০২০-২১ মৌসুম বার্সেলোনায় থেকে যাওয়ার কথা জানান সাক্ষাৎকারের মাধ্যমে। তাকে আদালতে নেয়ার কথাও বলেছিল বার্সা। কিন্তু প্রাণের ক্লাবের সঙ্গে বিচ্ছেদটা আইনি লড়াই পর্যন্ত গড়াতে দিতে চাননি, থেকে যাওয়ার সিদ্ধান্ত সেজন্যই, সেটিও জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।