বার্সাকে ২৪ ঘণ্টাও শীর্ষে থাকতে দিল না রিয়াল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০ অনলাইন ডেস্ক ; স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিল এখন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দখলে। একবার বার্সেলোনা তো আরেকবার রিয়াল মাদ্রিদ। আগের দিন কষ্টার্জিত জয়ে শীর্ষস্থানে বসেছিল বার্সেলোনা। তাদেরকে ২৪ ঘণ্টাও শীর্ষে থাকতে দিল না রিয়াল। নিজেদের ম্যাচ জিতে উঠে গেছে টেবিলের শীর্ষে। বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে রিয়াল মায়োর্কাকে ২-০ গোলে হারিয়েছে সার্জিও রামোসের দল। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন তরুণ তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং অধিনায়ক সার্জিও রামোস। পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলেছেন রিয়াল। ম্যাচের ১৯ মিনিটে আসে প্রথম গোল। ৩ মিনিট আগে ব্যর্থ চেষ্টা করলেও, এবার লুকা মদ্রিচের কাছ থেকে পাস পেয়ে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে গোলের খাতা খোলেন ভিনিসিয়াস। গোল করে জর্জ ফ্লয়েডের স্মরণে এক হাত বুকে ও অন্য হাতে মুষ্টিবদ্ধ করে আকাশপানে দিয়ে উদযাপন করেন ভিনিসিয়াস। প্রথমার্ধে আর কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ব্যবধার দ্বিগুণ করেন রামোস। সাম্প্রতিক সময়ে বার বার পেনাল্টি থেকে গোল করলেও, এ ম্যাচে নিখুঁত ফ্রি কিক থেকে দলের সহজ জয় নিশ্চিত করেন রিয়াল অধিনায়ক। জয় পেলেও একটি চিন্তা হয়তো জিদানের পরিকল্পনায় বাধা হতে পারে। বদলি হিসেবে নামা টনি ক্রুসসহ ৪ জন খেলোয়াড় দেখেছেন হলুদ কার্ড। বাকিরা হলেন সার্জিও রামোস, লুকা মদ্রিচ এবং ফারল্যান্ড মেন্ডি। কার্ডের সংখ্যা বেড়ে গেলে নিষেধাজ্ঞা আসতে পারে এদের ওপর। তখন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ঝামেলায় পড়তে পারে রিয়াল। আপাতত লিগের ৩১ ম্যাচ শেষে ২০ জয় ও ৮ ড্রতে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল। সমান ম্যাচ সমান পয়েন্ট থাকলেও দুই নম্বরে বার্সেলোনা। কেননা চলতি লিগে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। Share this:FacebookX Related posts: শঙ্কা উড়িয়ে নকআউটে রিয়াল ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা এক ঢিলে দুই পাখি শিকার ইন্টার মিলানের নতুন মৌসুমে ভালো শুরুর অনুপ্রেরণা পেল আর্সেনাল করোনামুক্ত হলেন মাশরাফির স্ত্রী বাংলাদেশ ফুটবলের ভাগ্য নির্ধারণের ভোট আজ বার্সেলোনার বিপক্ষে উদযাপন করবেন না সুয়ারেজ ইউক্রেনের কাছে অপ্রত্যাশিত হার স্পেনের এবার টস জিতলেন মাহমুদউল্লাহ, ব্যাটিংয়ে পাঠালেন শান্তদের ফাইনালেও ভালো কিছুর আশা শান্তর মেসির গোল খরা কাটার দিনে জয় পেল বার্সেলোনা দ্বিতীয় দিন শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত SHARES Matched Content খেলাধুলা বিষয়: ২৪ ঘণ্টাওবার্সাকেরিয়ালশীর্ষে থাকতে দিল না