সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সর্বোচ্চ মৃত্যু হবিগঞ্জে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১ নিউজ ডেস্কঃ গত বছরে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। এ প্রতিবেদন অনুযায়ী সিলেটে বিভাগের চার জেলার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে হবিগঞ্জে। এই এক বছরে সিলেট বিভাগে ১৮৭টি সড়ক দুর্ঘটনায় ২৫০ জন নিহত ও আহত হয়েছেন ৩৯৮ জন। ২০২০ সালে শুধু হবিগঞ্জেই সড়ক দুর্ঘটনা হয়েছে ৭৬টি। এতে মারা গেছেন ১১৪ জন ও আহত হয়েছেন আরও অন্তত ২১৫ জন। অন্যদিকে নিসচা’র প্রতিবেদন অনুযায়ী সিলেট জেলায় ৪৭টি সড়ক দুর্ঘটনায় ৬৯ জন নিহত ও ৬৪ জন আহত, সুনামগঞ্জ জেলায় ২১টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৬৪ জন আহত এবং মৌলভীবাজার জেলায় ৪৩টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। এ হিসেব পর্যবেক্ষণে দেখা গেল এক বছরে সিলেট বিভাগে চার জেলার মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ। দেশের ১১টি জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পত্রিকার তথ্য ও নিসচার শাখা সংগঠনগুলোর রিপোর্টের ভিত্তিতে নিসচা কেন্দ্রীয় কমিটি প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশের দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সড়কে সুষ্ঠ ব্যবস্থাপনা ও মনিটরিং এর অভাব, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘসময় ধরে গাড়ি চালানো, সড়ক-মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি, মহাসড়কে নির্মাণ ত্রুটি ও রাস্তার পাশে হাট-বাজার ও দোকানপাট বসানো। এছাড়াও অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়াই দুর্ঘটনার মূল কারণ বলে প্রতিবেদনে চিহ্নিত করা হয়। দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনগুলোর মধ্যে বাস-ট্রাক, মোটরসাইকেল, কাভার্ড ভ্যান, কার, সিএনজি, রিকশা ও সাইকেল উল্লেখযোগ্য। গতকাল বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০২০ সালে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন। Share this:FacebookX Related posts: বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ১৩ মামলার আসামির মৃত্যু বরিশাল সড়কে মুক্তিযুদ্ধার মৃত্যু শরীয়তপুরে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু হবিগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত করোনায় সিনিয়র জেল সুপারের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে ৮ শ্রমিকের করুন মৃত্যু আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু মির্জাগঞ্জে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় হাজতির মৃত্যু SHARES Matched Content দেশের খবর বিষয়: মৃত্যুসড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগেসর্বোচ্চহবিগঞ্জে