আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১ সময় সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার থেকে লাগা আগুনে পুড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী দুই শিশু-কিশোরও রয়েছে। শুক্রবার রাতে পুর্বাচল উপশহরের ১১ সেক্টরের কুমারটেক এলাকায় এই ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন পূর্বাচল এলাকার মো. মাসুম মিয়া (৪০), তার স্ত্রী সীমা বেগম (৩২), প্রতিবন্ধী দুই ছেলে মো. রাসেল (১৭) ও ছোট ছেলে রহমত উল্লাহ্ (১০)। পুর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুতের তার ছিঁড়ে মাসুম মিয়ার ঘরের টিনের চালের ওপর পড়ে। এতে সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে যায়। এসময় ঘরে থাকা মাসুম মিয়া ও তার প্রতিবন্ধী দুই ছেলে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর মাসুম মিয়ার স্ত্রী সীমা বেগমকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুনে নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। Share this:FacebookX Related posts: বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ১৩ মামলার আসামির মৃত্যু বরিশাল সড়কে মুক্তিযুদ্ধার মৃত্যু মাদকের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিকের পরিবারের উপর হামলা: আহত-১ শরীয়তপুরে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু করোনায় সিনিয়র জেল সুপারের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে ৮ শ্রমিকের করুন মৃত্যু আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু সড়ক দুর্ঘটনায় পূর্বধলার ৬ নিহত পরিবারের পাশে: জেলা প্রশাসন সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সর্বোচ্চ মৃত্যু হবিগঞ্জে ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় হাজতির মৃত্যু SHARES Matched Content দেশের খবর বিষয়: আগুনে একইচারজনেরপরিবারেরমৃত্যু