ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১ নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। এ ঘটনায় ওই স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত বজলু রহমানের ছেলে মধু। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে তার স্বামী বাজার থেকে বাড়ি ফিরেন। এ সময় স্ত্রী তানজিলার সঙ্গে কথা কাটাকাটি হয় স্বামী মধুর। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী। জানা যায়, দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে রয়েছে। মধু পেশায় একজন কৃষক। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার পরপরই এলাকাবাসী স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। Share this:FacebookX Related posts: ফেনীতে তালিকাভূক্ত আসামি বুলি আটক বাগাতিপাড়ায় ২দিনে ৫ ব্যাবসায়ীসহ আটক গাজীপুরে ইজ্জত লুটের আসামি আটক খেলার সময় হাতে নাতে ১১ জুয়াড়ি আটক ১৩ বছর পর সেই খলিল আটক নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজা সহ নাসির বিড়ির চালান আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক আত্রাই থানা পুলিশের অভিযানে ৮জুয়াড়ি আটক আমদানিকারক লাল্টু পাউডার জাতীয় পণ্য মিথ্যা ঘোষণায় আনায় বেনাপোলে পণ্যবাহী ট্রাক আটক বেনাপোলে ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক টেকনাফে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক SHARES Matched Content দেশের খবর বিষয়: আটকছুরিকাঘাতে স্ত্রীকেহত্যাস্বামী