হবিগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামের ৫ কিশোর মাছ শিকার করতে কুশিয়ারা নদীতে যায়। এ সময় বজ্রপাতে ওই ৫ কিশোর আহত হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার দুই কিশোরকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো ওই গ্রামের মৃত মালিক মিয়ার ছেলে মারফত আলী (১৭) ও আবেদ আলীর ছেলে রবিন মিয়া (১৭)।

আহতরা হলো একই গ্রামের মৃত মন্নর আলী মিয়ার ছেলে মাহাবুর মিয়া (১৩), মফিজ মিয়ার ছেলে পলাশ মিয়া (১৫), ইছাক মিয়ার ছেলে আলামিন মিয়া (১৮)।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকারীভাবে নিহত ও আহতদের পরিবার অনুদান পাবে। একই সময়ে নদীতে মাছ শিকার করতে গেলে বজ্রপাতে মারা যায় জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আছকির মিয়া (৫৫)।

শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাৎক্ষণিক নিহতের খোঁজ খবর নেওয়া হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে সরকারীভাবে আর্থিক অনুদান প্রদান করা হবে।