চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে ৮ শ্রমিকের করুন মৃত্যু

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকেঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারিক বাজার এলাকায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ইঞ্জিন চালিত ধান বোঝাই ট্রলি উল্টে ৮ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন শ্রমিক। জানা গেছে, বরেন্দ্র এলাকা থেকে ধান কেটে বাড়ি আসার পথে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত সকল শ্রমিকের বাড়ি সোনামসজিদের বালিয়াদিঘী গ্রামে বলে জানা গেছে। ইঞ্জিন চালিত ধান বোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পুকুরে পড়ে যায়।

ট্রলিটিতে ১২ জন শ্রমিক ছিল বলেও জানা গেছে। নিহতরা হচ্ছে, বালিয়াদিঘী গ্রামের এরফানের ছেলে বাবু (২৬) মিঠুন (২২), তাজামুল (৪৮) আমানুর ছেলে মিলু(২৫), মদন কাটকাটি নওশাদের ছেলে কাশেদ (৪২), কাবিলের ছেলে কারিম(২৭), দায়পুকুরিয়া সোনাপুরের মজিবুরের ছেলে চালক মাসুদ (২৩), আজিজুলের ছেলে আহাদ (২২)। আহত ১ জন রবুলের ছেলে হামদুল (৩০)। বাকিদের পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা বাড়তে পারে।