‘ভারত থেকে সব দেশে টিকা রফতানির অনুমতি রয়েছে’

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

অনলাইন ডেস্ক : ভারত থেকে সব দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন রফতানি করার অনুমতি রয়েছে বলে জানিয়েছেন সিরাম ইনস্টিটিউট অব ইনডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা।
মঙ্গলবার বিভ্রান্তি দূর করতে তার নিজের টুইটারে এ তথ্য ‍জানান।

এক সাক্ষাৎকারে তার বক্তব্য নিয়ে দুদিন ধরে বিভ্রান্তি চলার পর টুইট করে এ কথা জানালেন সিরাম ইনস্টিটিউটের প্রধান।

টুইটে তিনি লিখেছেন, যেহেতু সাধারণের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে, তাই তিনি বিষয়টি স্পষ্ট করতে চান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনা ভাইরাসের যে টিকা তৈরি করেছে, তার উৎপাদন ও বিপণনের সঙ্গ যুক্ত রয়েছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

কোভিশিল্ড নামের ওই টিকার ৩ কোটি ডোজ কিনতে গত ০৫ নভেম্বর সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার।

বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর সোমবার (০৪ জানুয়ারি) এ টিকা আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদনও দিয়ে দিয়েছে।

প্রতি ডোজ দুই ডলার দরে ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে ৩ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কিনছে বাংলাদেশ সরকার। এতে ব্যয় হবে ৪ হাজার ২৪২ কোটি টাকা।