গৌরীপুর ওসি’র ফেসবুক স্ট্যাটাসে সন্তানকে খুঁজে পেলো মা-বাবা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২০ কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর সদর ইউনিয়নের শালিহর গ্রামের ৮ বছরের হৃদয়কে বাবা শাসন করায় সে অভিমান করে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে সে ট্রেনে করে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে সেখানে ঘুরাফেরা করছিলো। এক পর্যায়ে এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় শনিবার (২৭ জুন) রাতে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শিশুটি পুলিশের কাছে শুধু তার নাম হৃদয় মিয়া, পিতা-কামাল হোসেন, মাতা-রহিমা বেগম ছাড়া সঠিক আর কোন ঠিকানা বলতে পারছিলো না। অনেক চেষ্টার পরও যখন শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। তখন পরদিন (২৮জুন) রবিবার গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন খান তার ফেসবুকে শিশুটির ছবি আপলোড করে একটি স্ট্যাটাস দেন। এ ফেসবুক স্টাটাসের মাধ্যমে গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামের কামাল মিয়া জানতে পারেন তার হারিয়ে যাওয়া ছেলে হৃদয় গৌরীপুর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। পওে (২৮জুন) রবিবার দুপুরে পুলিশের হেফাজত থেকে হৃদয়কে বাড়িতে নিয়ে যান বাবা কামাল মিয়া। কামাল মিয়া জানান, বাড়িতে লেখাপড়ার জন্য (২৭জুন) শনিবার হৃদয়কে একটু শাসন করেছিলেন। এতে রাগ করে ওইদিন বিকেল থেকে বাড়ী থেকে নিখোঁজ হয় হৃদয়। হৃদয় নিখোঁজের পর অত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি তারা। পরদিন গৌরীপুর থানার ওসির ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানতে পারেন তার ছেলেকে শ্যামগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন খান জানান, (২৮জুন) রবিবার দুপুর ১২ টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি রানী বেগমের উপস্থিতিতে হৃদয়কে তার বাবা কামাল মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। সন্তান ফিরে পেয়ে অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন খান এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন হৃদয়ের পিতা কামাল মিয়া। এই মুহুর্তটি ছিলো অত্যন্ত আবেগ ঘন। Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন গৌরীপুর প্রাক্তন ছাত্রদের করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা গৌরীপুর সহনাটী ইউনিয়নে এমপি’র ঈদ উপহার পেলো ১শ পরিবার গৌরীপুর স্যানিটারি ইন্সপেক্টর কর্মস্থলে না এসেই বেতন-ভাতা ভোগ করছেন গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নে ২১১জন অসহায়দের মাঝে ভাতাবহি বিতরণ গৌরীপুর বিদ্যুত অফিসে অগ্নিদগ্ধ বিদ্যুৎকর্মী হবি’র অবস্থা সংকটাপন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা SHARES Matched Content দেশের খবর বিষয়: ওসি’র ফেসবুক স্ট্যাটাসেখুঁজে পেলো মা-বাবাগৌরীপুরসন্তানকে