গৌরীপুরে মেয়র প্রার্থীসহ দুই জনের মনোনয়ন বাতিল

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ গৌরীপুর পৌরসভা নির্বাচনে রবিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই এর পর মেয়র প্রার্থীসহ দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নি অফিসার মো: আব্দুর রহিম।

গৌরীপুর পৌর সভার বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামের আবেদন ঋণ খেলাপীর জন্য ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ রিপন মিয়ার অসম্পূর্ণ তথ্যের জন্য বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তারা এর বিপরীতে আপিল করতে পারবেন। গৌরীপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সূত্র এসব তথ্য জানা গেছে।

এবার গৌরীপুর পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন মেয়র পদে ৭জন, সংরক্ষিত মহিলা ৩টি আসনের বিপরীতে ১৪ জন ও কাউন্সিলর পদে ৯টি আসনের জন্য ৪৩ জন। ৩য় ধাপের পৌরসভা নির্বাচনের মনোনয়ন জমা দেয়া শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। ৩ জানুয়ারি এসব মনোনয়নপত্র যাছাই-বাছাই এর শেষদিন নির্ধারিত ছিল। আগামী ৩০ জানুয়ারি ২০২১ গৌরীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।