ফুলবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন নারিকেল গাছ প্রতিক নিয়ে ৭ হাজার ৭৫০ ভোট পেয় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র জগ প্রতিক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট।
অপর প্রতিদন্দি আওয়ামী লীগের মেনোনীত প্রার্থী খাজা মঈনুদ্দিন চিশতি নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪৬০ ভোট ও বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪০ ভোট।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার পরিষদের হলরুম থেকে আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ী পৌর সভার ফলাফল ঘোষণা করেন জেলা রিটানিং কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রারামানিক।