নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু বোসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১১হাজার ৯৭৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন জাতীয় পার্টি প্রার্থী আব্দুর রহমান মিয়া। লাঙ্গল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ৩০৭ ভোট। এছাড়াও বাংলাদেশ ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৮৭১, নৌকা প্রতীক নিয়ে আ.লীগের প্রার্থী ফরহাদ হোসেন ধলু পেয়েছেন ৫ হাজার ৭২৬ ও বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০৯ ভোট।

শনিবার রাতে নাগেশ্বরী কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া যায়।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ২২ কেন্দ্রের ১৪৬ টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ব্যালটের মাধ্যমে মোট ৪৬ হাজার ৮৫৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এর মধ্যে ২৩ হাজার ৩৮৬ জন মহিলা ও ২৩ হাজার ৪৭২ জন পুরুষ ভোটার। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

প্রচন্ড শীত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের আগে এদিন ভোটপ্রদানে প্রতিটি কক্ষের সামনে ভোটাররা সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে পড়েন। একে ঘিরে তাদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সবমিলিয়ে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

এনির্বাচনে মেয়র পদে ৫জন ছাড়াও কাউন্সিলর পদে ৪৩জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণ উপলক্ষ্যে নিছিদ্র নিরাপত্তা গ্রহণ করা হয়েছিল। নির্বাচন শান্তিপূর্ণ করতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম পৌরসভা নাগেশ্বরী। ২০০১ সালের ৮ জুলাই গঠিত হয় এটি। ২০১১ সালে দ্বিতীয় ও ২০১৫ সালে প্রথম শ্রেনিতে উন্নীত হয় এটি। ৪২ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভার সোট জনসংখ্যা ৯২ হাজার ৩২৮ জন।