চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা, ৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাস চালক-হেলপার কর্তৃক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা করার ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করলেও রোববার (২৮ ডিসেম্বর) দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পুলিশ জানিয়েছে দোষিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব দ্রুতই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শনিবার রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং ভিকটিমের বাবা তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার আগেই আমরা কাজ শুরু করি এবং আপনারা জানেন সোমবার (২৮ নভেম্বর) দিরাই পৌরসভা নির্বাচন তারপরও আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী খুব অল্প সময়ের মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।