চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা, লাফিয়ে পড়ে আহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজপড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওই বাসের চালক ও তার সহকারীর বিরুদ্ধে। এসময় নিজেকে রক্ষা করতে গিয়ে বাস থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন ভুক্তভোগী ওই ছাত্রী। শনিবার সন্ধ্যায় দিরাই উপজেলার সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করেছে। তবে অভিযুক্ত চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। ভুক্তভোগীর চাচা জানান, বড় বোনের বাড়ি সিলেটে বেড়াতে গিয়েছিলেন ওই ছাত্রী। শনিবার দুপুরে সিলেট থেকে সুনামগঞ্জ দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে তাকে তুলে দেন তার বড় বোনের স্বামী। বাসটি যাত্রাপথে পথে বারবার থেমে যাত্রী ওঠানামা করতে করতে আসছিল। এক পর্যায়ে বাসটিতে তার ভাতিজি একা হয়ে পড়েন। এ সুযোগে বাসের সহকারী তাকে ধর্ষণের চেষ্টা করলে ধস্তাধস্তির এক ফাঁকে ভুক্তভোগী বাস থেকে লাফ দিয়ে নেমে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে ওই ছাত্রীকে রাস্তা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আশেপাশের লোকজন। তার মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে রাতেই সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, পুলিশ বাসটি জব্দ করেছে। বাসের চালক ও তার সহকারীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। Share this:FacebookX Related posts: চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা, ৩ জনের বিরুদ্ধে মামলা তাহিরপুরে সজীব ওয়াজেদ জয় পরিষদের কমিটি গঠন তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ সহ নাসির বিড়ি ও গাঁজার চালান আটক সুনামগঞ্জে ধান ক্ষেত হতে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার ! তাহিরপুরে স্কুলের দরজা ভেঙ্গে উপকরন লুপাটের অভিযোগ তাহিরপুরে ইমাম-মোয়াজ্জিনদের নগদ অর্থ সহায়তা তাহিরপুরে নিম্নআয়ের মানুষ জনের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ তাহিরপুরে করোনার নমুনা কালেকশন বুথ উদ্বোধন গুমাই নদীতে ট্রলারডুবি, আরও দুজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে অবৈধ পন্হায় মাটি উত্তোলনের দায়ে একজনের করাদণ্ড বাসে ধর্ষণ চেষ্টা: সহকারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থীর জয় SHARES Matched Content দেশের খবর বিষয়: কলেজছাত্রীকেচলন্ত বাসেধর্ষণচেষ্টালাফিয়ে পড়ে আহত