বিরামপুরে লাল টিনের ছাউনিতে উকি দিচ্ছে, ভূমিহীনদের জন্য নির্মিত ঘর

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:”আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ কাজের মান ও কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।

গতকাল দুপুরে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার, ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শনে গিয়েছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা আব্দুল লতিফ, খানপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের
বুচকি গ্রাম ও রতনপুর পুকুর পাড়ে গৃহহীন ও ভূমিহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ৩১১ টি ঘর নির্মাণ কাজ চলছে পুরোদমে। কিছু নির্মাণাধীন ঘরের কাজ প্রায় শেষের দিকে। দৃশ্যমান হতে শুরু করেছে নির্মাণাধীন ঘরগুলো। ফাকা জায়গায় মনোরম পরিবেশে লাল টিনের ছাউনিতে দৃশ্যমান ঘরগুলো দেখতে বেশ সুন্দর লাগছে।

পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী বলেন, মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কতৃক বাস্তবায়নাধীন এসব প্রতিটি ঘরের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে এক লক্ষ ৭৫ হাজার টাকা। এ টাকায়, ২০ ফুট বাই ২২ ফুট প্রস্তের ২টি কক্ষ, একটি রান্না ঘর ও একটি টয়লেটসহ সামনে খোলা বারান্দা তৈরী করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দেয়া ওইসব ঘরে বসবাস করার স্বপ্ন দেখছেন গৃহহীন পরিবারগুলো। অপেক্ষায় রয়েছেন, কবে উঠবে সেই ঘরে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার, কেউ গৃহহীন থাকবে না মুজিব শতবর্ষে সেই অঙ্গীকার বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলায় মোট ৪১৫ টি গৃহ নির্মাণ হচ্ছে এবং চলমান নির্মাণাধীন ঘরগুলোর কাজ খুব দ্রুত শেষ করা হবে। এর মধ্যে উপজেলার খানপুর ইউনিয়নের বুচকি গ্রাম ও রতনপুর পুকুর পাড়ে সরকারি জায়গায় নির্মিত হচ্ছে ৩১১ টি ঘর। এখানকার কাজ প্রায় শেষের দিকে। আমরা ইতিমধ্যে উপকারভোগীদের নাম তালিকাভুক্ত করেছি। আশাকরি জানুয়ারির প্রথমার্ধে ঘরগুলোর কাজ সম্পন্ন করে, উপকারভোগীদের মাঝে ঘরগুলো হস্তান্তর করতে পারব।

নির্বাচিত উপকারভোগী পরিবারের কয়েকজন সদস্য তাদের সুখানুভূতি ব্যক্ত করে বলেন, ‘অসহায়দের সহায় বলা হয় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে। শেখ হাসিনার সরকার ভূমিহীনদের আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই সরকারের উত্তোরোত্তর মঙ্গল ও সফলতা কামনা করি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারি জায়গায় উপজেলার খানপুর ইউনিয়নে ৩১১টি, বিনাইল ইউনিয়নে ৫৯ টি, দিওড় ইউনিয়নে ২৮ টি ও কাটলা ইউনিয়নে ১৭ টি মোট ৪১৫ টি ঘর নির্মাণ করা হচ্ছে।