শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিএনপি প্রার্থীর জয়

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী মো. ফরিদ আহমেদ অলি বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মো. সাদেদুল ইসলাম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৪১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী মাসুদউজ্জামান মাসুক নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৪৫ ভোট। এছাড়াও নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সালেক মিয়া (নারকেল গাছ) ২ হাজার ৫৯৯ ভোট, ইমদাদুল ইসলাম (মোবাইল ফোন) ৫১২ ভোট, আবুল কাশেম (জগ) ১ হাজার ৪৩০ ভোট ও ফজল উদ্দন তালকদার (চামচ) প্রতীকে ১ হাজার ৫১০ ভোট পেয়েছেন।

এ পৌরসভায় ভোটার সংখ্যা ১৮ হাজার ৩৫ ভোটারের মধ্যে ১৩ হাজার ২৮৭ ভোটার তাদের অধিকার প্রয়োগ করেন।