চলন্ত বাসে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা চালক-সহকারীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

নিউজ ডেস্ক :সিলেট থেকে দিরাইগামী বাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় চালক ও সহকারীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন তরুণীর বাবা। তবে রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে গাড়ির ভেতরে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসে (সিলেট-জ-১১০৭২৩) করে লামাকাজী থেকে দিরাই যাচ্ছিলেন ওই তরুণী। দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে পৌঁছলে বাসটিতে তিনি ছাড়া কোনো যাত্রী ছিলেন না। এ সুযোগে চালক ও হেলপার মিলে তাকে ধর্ষণ চেষ্টা চালান। তরুণী প্রাণ ভয়ে বাস থেকে সড়কে লাফ দেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান রোববার সকাল সাড়ে ৯টায় জাগো নিউজকে বলেন, ‘শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চালক ও তার সহকারীকে (হেলপার) আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

এদিকে ঘটনার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতােরের দাবিতে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করবে সুনামগঞ্জ সামাজিক প্রতিরোধ কমিটি।