জ নিয়ে কটুক্তি: পীর আবুল বাশারের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০

নিউজ ডেস্কঃ সম্প্রতি হবিগঞ্জে এক ওয়াজ মাহফিলে কিশোরগঞ্জের ভৈরবের `গুলে মদিনা দরবার’র পীর আবুল বাশার পবিত্র ওমরা হজ্ব নিয়ে কুটক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফলে সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।এ ঘটনায় ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাশারকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী এ্যাড. আমিনুল ইসলাম বাদী হয়ে শনিবার (১১ জানুয়ারি) রাতে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন।হজ্ব নিয়ে কুটক্তি ও ধমীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে এর আগে গেল ১ জানুয়ারি ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে ইমাম-ওলামা পরিষদসহ হাজার হাজার তৌহিদী জনতা।

গেল রোববার সকালে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিউ টাউন এলাকার ওয়ালটনের সামনে খন্ড খন্ড মিছিলে জড়ো হতো থাকে লোকজন।এসময় একে একে বক্তব্য দেন ইমাম-ওলামা পরিষদের নেতৃবৃন্দ। এতে একাত্বতা ঘোষণা করে বিক্ষোভে যোগ দেন জনপ্রতিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার তৌহিদী জনতা। ফলে ঢাকা সিলেট মহাসড়কে ঘন্টাব্যপী যানযটের সৃষ্টি হয়। পরে ওয়ালটনের সামনে থেকে ভৈরবের ইমাম-ওলামা পরিষদের নেতৃত্বে হাজার হাজার লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা প্রসাশনের কাছে জেলা প্রসাশক বরাবরে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে স্বারকলিপি দেয়।এর আগে কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী এড. আমিনুল ইসলাম মামুন বাদী হয়ে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারের বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ফলে আবুল বাসারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ডাক দেয় ইমাম-ওলামা পরিষদ।এ বিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন।