জ নিয়ে কটুক্তি: পীর আবুল বাশারের বিরুদ্ধে মামলা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২০ নিউজ ডেস্কঃ সম্প্রতি হবিগঞ্জে এক ওয়াজ মাহফিলে কিশোরগঞ্জের ভৈরবের `গুলে মদিনা দরবার’র পীর আবুল বাশার পবিত্র ওমরা হজ্ব নিয়ে কুটক্তিসহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফলে সাধারণ মানুষের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।এ ঘটনায় ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাশারকে অভিযুক্ত করে কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী এ্যাড. আমিনুল ইসলাম বাদী হয়ে শনিবার (১১ জানুয়ারি) রাতে ভৈরব থানায় মামলা দায়ের করেছেন।হজ্ব নিয়ে কুটক্তি ও ধমীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে এর আগে গেল ১ জানুয়ারি ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে ইমাম-ওলামা পরিষদসহ হাজার হাজার তৌহিদী জনতা। গেল রোববার সকালে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিউ টাউন এলাকার ওয়ালটনের সামনে খন্ড খন্ড মিছিলে জড়ো হতো থাকে লোকজন।এসময় একে একে বক্তব্য দেন ইমাম-ওলামা পরিষদের নেতৃবৃন্দ। এতে একাত্বতা ঘোষণা করে বিক্ষোভে যোগ দেন জনপ্রতিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার তৌহিদী জনতা। ফলে ঢাকা সিলেট মহাসড়কে ঘন্টাব্যপী যানযটের সৃষ্টি হয়। পরে ওয়ালটনের সামনে থেকে ভৈরবের ইমাম-ওলামা পরিষদের নেতৃত্বে হাজার হাজার লোকজন বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা প্রসাশনের কাছে জেলা প্রসাশক বরাবরে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে স্বারকলিপি দেয়।এর আগে কিশোরগঞ্জ জর্জ কোর্টের আইনজীবী এড. আমিনুল ইসলাম মামুন বাদী হয়ে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারের বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ফলে আবুল বাসারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ডাক দেয় ইমাম-ওলামা পরিষদ।এ বিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন। Share this:FacebookX Related posts: টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার মাগুরায় বাঘ নিয়ে বিপাকে পুলিশ মেহেরপুরে কলমি শাক চাষ করে অনেকের সংসারে সচ্ছলতা এসেছে মোহাম্মদপুরে চোরাই সিএনজি কেনাবেচা চক্রের তিন সদস্য গ্রেফতার প্রতি সপ্তাহে খুলতে হবে প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স কাপাসিয়া কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান লটারিতে নির্বাচিত কৃষকের তালিকা টানানোর নির্দেশ মানিকগঞ্জের অসহায় মানুষ ও কৃষকদের পাশে ৯ পদাতিক ডিভিশন ৭ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু সাভারে চিকিৎসকের মরদেহ উদ্ধার লালন হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ফরিদপুরে সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের অভিযোগ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: জ নিয়ে কটুক্তি: পীর আবুলবাশারেরবিরুদ্ধেমামলা