নওগাঁ পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হলেন নির্মল কৃষ্ণ সাহা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নওগাঁ পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হলেন বাবু নির্মল কৃষ্ণ সাহা।শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য নওগাঁ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে মোট ৭ জন প্রার্থী জেলা আওয়ামী লীগের কাছে আবেদন করেন। শনিবার যাচাই বাছাই শেষে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহাকে নওগাঁ পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয়। নির্মল কৃষ্ণ সাহা বলেন, নওগাঁ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত করায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ড সভার সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই নির্বাচনে নৌকার বিজয়ের জন্য দলের সকল নেতাকর্মী ও নওগাঁ পৌরবাসীর সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, যদি আমি বিজয় লাভ করি তবে সবার সহযোগিতা নিয়ে নওগাঁ পৌরসভাকে মাদক, সন্ত্রাসমুক্ত ও আধুনিক ডিজিটাল পৌরসভা হিসেবে পৌরবাসীকে উপহার দিতে চাই। এদিকে, নির্মল কৃষ্ণ সাহাকে নৌকার মনোনয়ন দেওয়ায় রাতেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। নওগাঁ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে মিলিত হয়ে একে অপরকে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। ৯টি ওয়ার্ড নিয়ে নওগাঁ পৌরসভা গঠিত। পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ ১৬ হাজার ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ১৭৫ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৯১৬ জন। ১৯৬৩ সালের ০৭ ডিসেম্বর ৩৮ দশমিক ৩৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে যাত্রা শুরু করা নওগাঁ পৌরসভাটি প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয় ১৯৮৯ সালে। Share this:FacebookX Related posts: নওগাঁয় বাম গনতান্ত্রিক জোট ও বিএনপির বিক্ষোভ সমাবেশ নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ নওগাঁ ও জয়পুরহাটে ব্রাকের ৪৩২ জন অস্বচ্ছলদের মধ্যে অর্থ বিতরণ মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন হেলাল এর বিশাল মোটরবাইক শোভা যাত্রা নওগাঁ-৬ উপ-নির্বাচনে আলোচনায় যারা নওগাঁ-৬ উপ-নির্বাচনে পাঁচজনের মনোনয়ন জমা ইউনিয়ন পরিষদ থেকে সংসদের পথে আনোয়ার হোসেন হেলাল রাজশাহীতে ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ২১৭ জনের বিরুদ্ধে মামলা শপথ নিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব বিশ্বাস গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা সুষ্ঠু ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে যা যা করার দরকার তা করা হবে-কবিতা খানম SHARES Matched Content দেশের খবর বিষয়: নওগাঁনির্মল কৃষ্ণ সাহানৌকার মাঝি হলেনপৌরসভা নির্বাচনে