ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

নিউজ ডেস্ক :বরিশালের গৌরনদী পৌরসভার পূর্বলাখেরাজ কসবা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) সকালে গৌরনদী মডেল থানায় মামলা করেছেন শিশুটির মা। প্রতিবেশী মাছ ব্যবসায়ী দুই সন্তানের জনক আবু বক্কর ব্যাপারীকে (৫৫) মামলার আসামি করা হয়েছে।

শিশুটির মায়ের ভাষ্য, শনিবার বিকেলে বাড়ির পাশের একটি মাঠে খেলছিল শিশুটি। আবু বক্কর শিশুটিকে ডেকে পাশের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। চিৎকার শুনে ওই ঘরে গিয়ে শিশুকে উদ্ধার করি। এ সময় আবু বক্কর দৌড়ে পালিয়ে যায়।

গৌরনদী মডেল থানা পুলিশের ওসি গোলাম ছরোয়ার বলেন, রোববার সকালে শিশুটির মা বাদী হয়ে ওই মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত মাছ ব্যবসায়ীকে গ্রেফতারের চেষ্টা চলছে।