শিশু ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

নিউজ ডেস্ক :শরীয়তপু‌রের ভেদরগ‌ঞ্জ উপজেলায় এক কিশোরের (১৬) বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণের অ‌ভিযোগ উঠেছে।

এ ঘটনায় শ‌নিবার (২৪ অ‌ক্টোবর) ওই ছাত্রীর বাবা বাদি হ‌য়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনায় জ‌ড়িত কিশোরের বাড়ি ভেদরগঞ্জ উপ‌জেলার নারায়ণপুর ইউ‌নিয়নে।

মামলার এজাহার সূ‌ত্রে জানা গে‌ছে, গত ১৭ অ‌ক্টোবর দুপু‌রে চকলেট দেয়ার লোভ দে‌খি‌য়ে শিশু‌টি‌কে বা‌ড়ির পা‌শের এক‌টি বাগা‌নে নি‌য়ে যায় ওই কিশোর। প‌রে সেখা‌নে তা‌কে ধর্ষণ ক‌রে। ধর্ষণের কথা কাউ‌কে জানা‌লে শিশু‌টি‌কে মে‌রে ফেলার হুম‌কিও দেয় ওই কিশোর।

ঘটনার পর অ‌তি‌রিক্ত রক্তক্ষরণ হ‌ওয়ায় গুরুতর অসুস্থ হ‌য়ে পড়‌লে শিশুটির পরিবার তাকে স্থানীয় এক‌টি ক্লি‌নি‌কে ভ‌র্তি ক‌রে। অভিযুক্ত কিশোর ‌শিশু‌টির চাচা‌তো ভাই হওয়ায় ঘটনাটি স্থানীয়ভা‌বে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। তবে শ‌নিবার বি‌কে‌লে বিষয়‌টি এলাকায় জানাজা‌নি হ‌লে রা‌তে শিশু‌টির বাবা বা‌দি হ‌য়ে পু‌লি‌শের সহ‌যো‌গিতায় ভেদরগঞ্জ থানায় মামলা ক‌রেন।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ এ‌বিএম র‌শিদুল বা‌রি মু‌ঠো‌ফো‌নে ব‌লেন, শিশু ধর্ষণের ঘটনার অভিযোগে মামলা হ‌য়ে‌ছে। রোববার (২৫ অক্টোবর) মে‌ডি‌কেল প‌রিক্ষার ‌জন‌্য শিশু‌টি‌কে শরীয়তপুর সদর হাসপাতা‌লে নেয়া হ‌বে। ঘটনার পর থে‌কে অ‌ভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। তা‌কে খুঁজ‌ছে পু‌লিশ।