জামালপুরে র‌্যাব-১৪ এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১৪, সিপিসি-১,জামালপুর ক্যাম্প কর্তৃক প্রতি বছর শীতের সময় দরিদ্র, শীতার্ত, দুস্থ, গরীব ও অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-১,জামালপুর ক্যাম্প কর্তৃক কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া অদ্য ২২/০১/২০২০ ইং তারিখ রোজ বুধবার বেলা ১০.০০ ঘটিকার সময় র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পে জামালপুর জেলার ৫০০ জন দরিদ্র, শীতার্ত, দুস্থ, গরীব ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

শীত বস্ত্র বিতরণের সময় কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া তাঁর বক্তব্যে বলেন প্রতি বছর অনেক মানুষ শীতের এই নির্মম কষ্ট সহ্য করতে হয়। নারী, শীশু ও বৃদ্ধ মানুষরা শীতের সময় অনেক কষ্টে দিনযাপন করেন।

তাদের এই কষ্ট কিছুটা লাগবের জন্য র‌্যাব-১৪,জামালপুর ক্যাম্প কর্তৃক এই ক্ষুদ্র প্রয়াস মাত্র। উক্ত কম্বল বিতরণ কালে ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ উপস্থিত ছিলেন।