৩৭ গীর্জায় কেক প্রদান করলো শেরপুর জেলা পুলিশ

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : শেরপুর জেলা পুলিশের তরফ থেকে বড়দিন উপলক্ষে ভিন্নধর্মী কর্মসূচির আয়োজন করা হয় শুক্রবার দিবাগত রাতে। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জেলার পাঁচ উপজেলার ৩৭টি গীর্জায় পাঁচ পাউন্ড ওজনের একটি করে কেক উপহার দেন। রাত ১২টা এক মিনিটে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী গ্রামে খ্রিস্টধর্মাবলম্বীদের সাথে নিয়ে তিনি কেক কাটা উৎসবের উদ্বোধন করেন। একই সাথে জেলার ৩৭ গীর্জায় পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে কেক কাটা হয়।

গভীর রাতে ছোটগজনী গ্রামে কেককাটা উৎসবে উপস্থিত ছিলেন, জেলা পুনাক সভাপতি আলেয়া ফেরদৌসি, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মো. বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, ফেরদৌস আহমেদ, জাহাঙ্গীর আলম প্রমূখ। এসময় আদিবাসী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার হিসেবে ৩৫জন দরিদ্র আদিবাসী সংস্কৃতি কর্মীকে জনপ্রতি ৫০০ করে টাকা প্রদান করা হয়।

এদিকে মরিয়ম নগর খ্রীষ্টান ধর্মপল্লীতে শুক্রবার সকালে প্রার্থনা এবং পরে কেক কেটে দিনটি’র শুভ সূচনা করেন মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুবল কুজুর সিএসসি। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। এরপর বাড়ি বাড়িতে চলে কীর্ত্তন, প্রীতি ভোজ, প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীসহ সদর উপজেলার ৭৪টি গীর্জায় উদযাপিত হয় বড়দিন। এবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে বড়দিনের অনুষ্ঠানাদি অন্যান্যবারের চেয়ে সীমিত করা হয়েছে। গীর্জায় গীর্জায় ছিল পুলিশী নিরাপত্তা।