চুরি আতঙ্কে গাজীপুরের মৌচাকবাসী

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : গাজীপুরের মৌচাক মডেল সিটিতে অবস্থানরত হাজী মুস্তাফিজুর রহমান সাহেবের বাসায় শনিবার বিকেল চার ঘটিকায় এক অভূতপূর্ব চুরির ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ভাড়াটিয়া আনিসুর রহমানের বাসা থেকে ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৩২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এহেন পরিস্থিতিতে ভাড়াটিয়াদের কান্নার আহাজারিতে অত্র এলাকা ভারী হয়ে যায়।

মৌচাক পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করা হলে একজন এসআই সরেজমিন পরিদর্শনে আসেন। পাশের বাসার সিসিটিভির ভিডিও ফুটেজ থেকে দেখা যায় যে একজন মাক্স পরিহিত লোককে দরজার তালা ভেঙ্গে চুরি করতে।

ভুক্তভোগী ভাড়াটিয়া আনিসুর রহমান কালিয়াকৈর থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।