বনানী কবরস্থানে রকির হাসান টিপুর কবর জিয়ারত

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি : আসন্ন পাবনা পৌরসভার নৌকা থেকে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রকির হাসান টিপু বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিম এর কবর জিয়ারত করেছেন।

এসময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা, সাবেক রাষ্টপতি জিল্লুর রহমান, আইভি রহমানসহ বরেণ্য নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এসময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।