কুষ্টিয়ার হালসায় যুবককে গলা কেটে হত্যা

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসায় ছলেমান হোসেন (২৮) নামের এক যুবককে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার (২১ ডিসেম্বর) রাতে তাকে কে বা কারা হত্যা করে। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউপির গ্রাম হালসার ভাদুর ছেলে।

পরিবারের সদস্যারা জানায় সোমবার সন্ধার সময় রাতের খাবার খেয়ে ওই যুবক বাড়ি থেকে বেরিয়ে যায় এর পর আর ফিরে আসেনি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে আব্দুর রহমান দর্গার পাশে তার রক্তাত্ব লাশ পড়ে থাকতে দেখে গ্রাম বাসীরা। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ওয়ার্ড সদস্য আবদুল হামিদ জানান, ‘নিহত যুবক কৃষি কাজ করত। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা জানাতে পারেননি এলাকাবাসী।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ‘হালসা দরগার মাঠ থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতের কোনো এক সময় ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা এই হত্যাকণ্ড ঘটিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।’