মধ্যপ্রাচ্যের যাত্রীদের টিকিট ফি ছাড়াই রি-ইস্যু

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২০

নিউজ ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করায় মধ্যপ্রাচ্যে এরই মধ্যে বিমান যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। এমন অবস্থায় বিমানের টিকিট যারা অগ্রিম কেটে রেখেছেন পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের কোনো রকম ফি ছাড়াই টিকেট রি-ইস্যু করা হবে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক এ তথ্য জানান।।

তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে যে ফ্লাইট বন্ধ হয়েছে, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এটা আমাদের এখতিয়ার বহির্ভূত। তবে আমরা যেটা করতে পারি, সেটা হলো যারা এরই মধ্যে বিমানের টিকিট নিয়েছেন তাদের কোনো রকম ফি ছাড়াই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই টিকিট রি-ইস্যু করে দেয়া হবে। তখন তারা বাড়তি কোনো টাকা ছাড়া যেতে পারবে। অতীতে বাংলাদেশ বিমান এই সহযোগিতা করেছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখবে।

যুক্তরাজ্যে করোনার নতুন একটি ফর্ম আবিষ্কৃত হয়েছে জানিয়ে সচিব বলেন, সে কারণে পৃথিবীর অনেক দেশ সঙ্গে আমরাও শঙ্কিত। মধ্যপ্রাচ্যের কিছু দেশ তাদের এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছে। ফলে আমাদের দেশের কোনো ফ্লাইট সেখানে যেতে পারছে না।

একই সঙ্গে লন্ডনের সঙ্গে অনেক দেশ তাদের বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তবে বাংলাদেশ এ বিষয় নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। আমরা বিষয়টার ওপর তীক্ষ্ণ নজর রাখছি। কি করবো সময়মতো সে সিদ্ধান্ত জানিয়ে দেবো।