হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

এম.এ মালেক হালুয়াঘাট : আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবময় ও অহংকারের দিন। জাতির এই শুভক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্বরন করছে হাজার বাঙ্গালি । স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং যে সকল শহিদ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের যাদের অসীম সাহস ও আতœত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে অভ্যূদয় ঘটে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্টের মহান ।

দিবসটি উর্দযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যামে বিজয় দিবসের শুভ সূচনা করা হয় । পরে উপজেলা পরিষদ পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবি সর্বসাধারণ।

দ্বিতীয় প্রহরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, হালুয়াঘাট কর্তৃক বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল করিম,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ঘোষ,সহকারী কমিশনার ভূমি তানবীর আহাম্মেদ, অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন