চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০ ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও ভাষ্কর্য বিরোধী মোল্লা গোষ্ঠীর বিরুদ্ধে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। রবিবার সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক ও অতিরিক্ত পিপি এ্যাড. মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পিপি এ্যাড. নাজমুল আজিম, সাবেক পিপি এ্যাড. জবদুল হক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, সিনিয়র আইনজীবী মোঃ আফসার আলী, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আলহাজ¦ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এপিপি এ্যাড. মিজানুর রহমান মিজান, জেলা মহিলা যুবলীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমাসহ অন্যরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, এ্যাড. শওকত আরা বেগম, এ্যাড. ড. তসিকুল ইসলাম, এ্যাড. মোস্তাফিজুর রহমান বুলেটসহ অন্যান্য আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীগণ। এানববন্ধনে বক্তারা বলেন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধে এই মৌলবাদীরা বলেছিল, দেশ স্বাধীন হলে ভারতের অংশ হয়ে যাবে-সেটা হয়নি। পরবর্তীতে বলেছিল, আওয়ামীলীগ ক্ষমতায় এলে, মসজিদেও মাইকে উলুধ্বনি হবে। সেটাও সত্যি হয়নি। ওরা বারবার পরাজিত হয়েও শিক্ষা নেয়নি। ভাষ্কর্য বিরোধী যে প্রপাগান্ডা ছড়াচ্ছে ওই মৌলবাদীরা তার ইন্ধনদাতাসহ সকলের বিচার এই বাংলার মাটিতেই হবে এবং জননেত্রী শেখ হাসিনায় এই বিচার করবে। বক্তারা আরও বলেন, মৌলবাদীরা দেশে কোন ইস্যুতেই বিজয়ী হতে পারেনি, এবারও পরাজিত হবে। বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা। তাই বঙ্গবন্ধুর কোন অপমান সহ্য করা হবেনা। যারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা নিয়ে ষড়যন্ত্র করবে তাদেও বিষ দাঁত ভেঙ্গে দেয়ার জন্য বঙ্গবন্ধুর সৈনিকরা মাঠে প্রস্তুত আছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলেও আমরা মৌলবাদী জঙ্গীগোষ্ঠীকে দেশ ছাড়া করবো। Share this:FacebookX Related posts: চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন চিতলমারী হরিসভা আশ্রম মন্দিরের সম্পত্তি রক্ষার্থে মানববন্ধন বীরগঞ্জে রাস্তার দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে মানববন্ধন তালতলীতে পূর্ণাঙ্গ হাসপাতালের দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন নওগাঁর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন পঞ্চগড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাগপার মানববন্ধন মির্জাগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি এডওয়ার্ড কলেজে প্রতিবাদ সভা ও মানববন্ধন শিক্ষার্থী নয়নকে নৃশংশভাবে হত্যার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবীপরিষদেরমানববন্ধন