চিতলমারী হরিসভা আশ্রম মন্দিরের সম্পত্তি রক্ষার্থে মানববন্ধন

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার খড়মখালী শ্রী শ্রী হরিসভা আশ্রম মন্দিরের সম্পত্তি রক্ষার্থে পাঁচ শতাধিক ভক্তবৃন্দ রোববার বিকেল ৪ টায় মন্দির প্রাঙ্গণে মানববন্ধন করেছে।

সোমবার আশ্রমের সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল জানান, প্রতি বছরের মতো এবারো দোল উৎসবকে সামনে রেখে নানা আয়োজন চলছিল। পূর্ব বিরোধের জের ধরে সকাল আটটার দিকে হরিদাস মজুমদার নামে স্থানীয় এক ব্যক্তি আশ্রমে আগত ভক্তদের জন্য রান্না-বান্না বন্ধ করে দেয়। এর প্রতিবাদে আশ্রমের ভক্তরা বিকাল সাড়ে তিনটার দিকে মানববন্ধন আয়োজন করে। পুলিশ ঘটনাস্থলে এসে হরিদাসের অভিযোগের সত্যতা না পেয়ে অনুষ্ঠান চালিয়ে যেতে বলে।

মানববন্ধনে ভক্তদের পাশাপাশি আরো অংশগ্রহণ করেন, বিশ^ হিন্দু পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণমন্ডল,পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট শম্ভুনাথ রায়, পূজা উদ্যাপন পরিষদ চিতলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা, উপজেলা যুবলীগ নেতা শান্তনু রানা রুবল, চিতলমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ লাল দত্ত প্রমুখ।

চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, হরিদাস মজুমদার থানায় অভিযোগ করে- আশ্রমে আগত ভক্তরা তার বাড়িঘর ভেঙ্গে জায়গা দখল করে নিচ্ছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। কিন্তু হরিদাসের অভিযোগের সত্যতা না পেয়ে অনুষ্ঠান চালিয়ে যেতে বলা হয়। ওই আশ্রম ও হরিদাসের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবং আদালতে মামলা চলছে।

এই বিষয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে তাৎক্ষনিকভাবে কোন বক্তব্য দিতে রাজি হননি খড়মখালী গ্রামের অনন্ত মজুমদারের ছেলেহরিদাস মজুমদার।